খবরজাতীয়শীর্ষ সংবাদ

সন্ত্রাসবাদ প্রতিহত করতে পুলিশের ডিজিটালাইজেশন প্রয়োজন: প্রধানমন্ত্রী

1
সন্ত্রাসবাদ প্রতিহত করতে পুলিশের ডিজিটালাইজেশন প্রয়োজন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও উগ্রবাদী কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশের ডিজিটালাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন।

আজ সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক পুলিশ একাডেমিগুলোর (ইন্টারপা) ১১তম বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বক্তব্য দেন।

বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, উদ্ভাবনী ও বাস্তবায়নযোগ্য কার্যকর যোগাযোগ গড়ে তুলতে বিভিন্ন দেশের পুলিশ একাডেমির সমন্বয়ে গঠিত ইন্টারপা একটি মাইলফলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে।

আরও পড়ুনঃ ‘রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধানমন্ত্রী যোগ দিতে পারেন’

বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ একাডেমির প্রধানদের নিয়ে ঢাকায় তিন দিনব্যাপী এই ‘১১তম ইন্টারপা সম্মেলন’ উদ্বোধন করেছেন শেখ হাসিনা।

বিভিন্ন দেশের পুলিশের প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধি, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে এ ইন্টারপা সম্মেলন। ৫৯টি দেশের ৭৬টি পুলিশ প্রশিক্ষণ একাডেমি বা প্রতিষ্ঠান এ ইন্টারপার সদস্য। এর সদর দফতর তুরস্কে। এটি প্রতিবছর বিভিন্ন দেশে সম্মেলন করে। গত বছর ১০ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তুরস্কে।

 

মারা গেছেন সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী

Previous article

বিশ্বশান্তি আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা: প্রধানমন্ত্রী

Next article

You may also like

1 Comment

  1. […] আরও পড়ুনঃ সন্ত্রাসবাদ প্রতিহত করতে পুলিশের ডিজ… […]

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খবর