খবরজাতীয়শীর্ষ সংবাদ

সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছেন ৫৭ হাজার মানুষ

2
সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছেন ৫৭ হাজার মানুষ

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে গত ছয় মাসে ৫৬ হাজার ৮৭৭ জন সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছেন।

আজ শনিবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২১-২০২২ অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত গরিব ও অসহায় ৫৬ হাজার ৮৭৭ জন সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছেন। এই সময়ে জাতীয় আইনগত সহায়তা দেয়া সংস্থার নির্ধারিত হটলাইন কলসেন্টার ১৬৪৩০ নম্বরে (টোল ফ্রি) ১২ হাজার ৭৯৭ জন বিনামূল্যে আইনি সহায়তা পেয়েছেন।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের সব নিম্ন আদালত, শ্রম আাদালতে সরকারি খরচে অসচ্ছল জনগোষ্ঠীকে লিগ্যাল এইড দেয়া হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা ক্ষুদ্র জাতিসত্তা সম্প্রদায়ের দেশের সর্বোচ্চ আদালতে আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে যোগ্যতা আইনগত সহায়তা দেয়া নীতিমালায় নিশ্চিত করা হয়েছে।

২০০০ সালে প্রণীত এই আইন অনুযায়ী, ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’ গঠন করা হয়। রাজধানীর ১৪৫, নিউ বেইলি রোডে এ সংস্থার প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে। এর ব্যাপ্তি সুপ্রিম কোর্ট, দেশের সব জেলা, অধস্তন আদালত, শ্রম আদালত, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত এখন প্রতিষ্ঠিত।

প্রতারণা ঠেকাতে ৫০ লাখ ডলারের চুক্তি করল জেলো-বেন

Previous article

আড়াই বছর পর পর্যটকদের জন্য সীমান্ত খুলল ভুটান

Next article

You may also like

2 Comments

  1. […] আরও পড়ুনঃ সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছেন ৫৭ হা… […]

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খবর