উদ্যোক্তার গল্পখবর

সরিষাবাড়ীতে দুস্থ ও গরীব-দুঃখীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো নিরন্তর ওয়েলফেয়ার অর্গানাইজেশন

0
339910047 612087844174107 8371526261946701486 n

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৯ ঘটিকায় জামালপুর জেলার সরিষাবাড়ী আর.ডি.এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঈদ উপলক্ষে দেড় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে চাল, ডাল, সেমাই, চিনি, তেল, আতপ চাল, লবণ, দুধ ও সাবান বিতরণ করা হয়। অসহায় মানুষদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে অলাভজনক‌ ও সেবামূলক প্রতিষ্ঠান নিরন্তর ওয়েলফেয়ার অর্গানাইজেশন সদস্যরা সরিষাবাড়ীর বিভিন্ন অঞ্চলে‌ সরাসরি গিয়ে যাচাই-বাছাই এর মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের তালিকা নিশ্চিত করে।

সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নিজ উদ্যোগে অনুদান সংগ্রহ করে ঈদ সামগ্রী ক্রয়ের মাধ্যমে ‘নিরন্তর ঈদ উৎসব ২০২৩’ এর কার্যক্রম সম্পন্ন করা হয়।

339452170 244667028058673 3275616145588018302 n

নিরন্তরের সভাপতি ফাহাদ আহমেদ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কার্যক্রমে নিরন্তর পরিবারের সদস্যদের পাশাপাশি এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মাহবুবুর রহমান হেলাল (সভাপতি, ম্যানেজিং কমিটি, সরিষাবাড়ী আর.ডি.এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়), জনাব বাহাদুর আলী (সাবেক প্রধান শিক্ষক, বাউসী বাঙ্গালী উচ্চ বিদ্যালয়), জনাব মোঃ নজরুল ইসলাম (সাবেক প্রধান শিক্ষক, সরিষাবাড়ী আর.ডি.এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়), জনাব মোঃ রজব আলী (প্রধান শিক্ষক, সরিষাবাড়ী আর.ডি.এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়), জনাব শরিফুল ইসলাম লিটন (উপ-সহকারী কৃষি কর্মকর্তা‌)। উপস্থিত সকলে তাদের বক্তব্যে নিরন্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার জন্য অনুপ্রাণিত করেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক মুনসাতুল ইসলাম মুনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতি ফাহাদ আহমেদ শাওন নিরন্তরের এই কার্যক্রমকে সফল করতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বিশেষ করে সংগঠনটির সদস্যদের পাশাপাশি সরিষাবাড়ীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি নিরন্তর পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠিত হলো বাংলাদেশের বেকারি ও প্যাটেসারি এন্ড কনফেকশনারি টিমের আলোচনা সভা

Previous article

এসএসসি ও সমমানের পরীক্ষা আজ থেকে শুরু

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *