ব্যবসা-বাণিজ্যশীর্ষ সংবাদ

সাড়ে ৪শ’কোটি ডলার সহায়তার আশ্বাস আইএমএফ-এর

0
আইএমএফ

সাড়ে ৪০০ কোটি মার্কিন ডলার আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে আইএমএফ। এছাড়া বাংলাদেশকে আলাদা দুটি প্রকল্পে ১০০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে বিশ্ব ব্যাংক।

ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংক-এর বার্ষিক সম্মেলন শেষে সম্মেলনে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার।

গভর্নর বলেন, বাংলাদেশে সংস্থাটির সঙ্গে চূড়ান্ত দর কষাকষির পর তিন কিস্তিতে ছাড় হবে এ অর্থ। এর বাইরেও  বিশ্বব্যাংক থেকে আলাদা দুটি প্রকল্পে ১০০ কোটি ডলার বাজেট সহায়তা পাওয়া যাবে।

উল্লেখ্য, মূল্যস্ফীতির চাপ এবং ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়াসহ নানা সংকটে চলতি বছর রিজার্ভে টান পড়ে বাংলাদেশের।

যার ফলে ডলার সংকট সামাল দিতে কয়েক মাস আগে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে সাড়ে চার বিলিয়ন বা ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে।

গভর্নর আবদুর রউফ জানান, বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক বৈঠকে আশ্বাস মিলেছে বাজেট সহায়তার। আমরা সেখান থেকে ৪৫০ কোটি ডলার পাওয়ার আশা করছি।

গভর্নর বলেন, তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। সামনে আরও আলোচনা চলবে, এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত।

আরও পড়ুন: আগামী ১৫ই অক্টোবর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সাথে ওয়ার্কশপ করবে ‘অন দ্যা ওয়ে’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ওয়ার্ম-আপ শুরু কাল

Previous article

অঘটন দিয়ে শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *