আন্তর্জাতিকখবর

সামরিক আদালতে সু চির ফের ৬ বছরের কারাদণ্ড

1
aung san suu kyi

দুর্নীতির দুই মামলায় নতুন করে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে আরও ছয় বছরের কারাদণ্ড দিয়েছে সামরিক আদালত।

আজ বুধবার জান্তার আদালতে এ সাজা ঘোষণা করা হয়েছে। মং উইক নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার ডলার পরিমাণ ঘুষ নেওয়ার অভিযোগে এ দুই মামলা করা হয়েছিল। মামলার প্রতিটিতে সু চিকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সূত্র বলছে, এ দুই মামলার সাজা একই সঙ্গে কার্যকর হবে। অর্থাৎ আলাদা করে ছয় বছরের কারাদণ্ড হলেও একই সঙ্গে কার্যকর হওয়ায় তা তিন বছরে শেষ হবে।

আরও পড়ুনঃ খাদ্য উৎপাদন বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে।

এর পর থেকে মিয়ানমারের নির্বাচিত এই নেত্রী সামরিক বাহিনীর হেফাজতে আছেন। দুর্নীতির অভিযোগে এর পর থেকে একের পর এক মামলায় সুচির বিরুদ্ধে জান্তার আদালতে গোপনে বিচারকাজ চলছে। ইতিমধ্যে তাঁকে বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড ঘোষণা করা হয়েছে।

খাদ্য উৎপাদন বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

Previous article

একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটো ফোনে চালাবেন যেভাবে

Next article

You may also like

1 Comment

  1. […] আরও পড়ুনঃ সামরিক আদালতে সু চির ফের ৬ বছরের কারাদ… […]

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *