খবরশীর্ষ সংবাদসারাদেশ

সারাদেশে করোনায় ৬ জনের মৃত্যু, আক্রান্ত ৩৫১ জন

0
করোনা

করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৬ জন, আক্রান্ত হয়েছেন আরও ৩৫১ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এনিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪০১ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩২ হাজার ৪৪৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের ৮৮২টি ল্যাবে ২৪ ঘণ্টায় ৬ হাজার ২টি নমুনা সংগ্রহ করা হয়। এ সময়ে নমুনা পরীক্ষা করা হয় ৫ হাজার ৯৮৮টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা থেকে সেরে উঠেছেন ৬২০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৪ হাজার ২০৮ জন।

আরও পড়ুন : আগামী ১৫ই অক্টোবর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সাথে ওয়ার্কশপ করবে ‘অন দ্যা ওয়ে’

সোমবার থেকে আবারও শুরু টিসিবির পণ্য বিক্রি

Previous article

ইসি চাপেও নেই, কারো পক্ষেও নেই : সিইসি

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খবর