জাতীয়রাজনীতিশীর্ষ সংবাদ

সার্চ কমিটিতে দলীয় কারো নাম প্রস্তাব করবে না আওয়ামী লীগ:- শেখ সেলিম

0
images 4 7

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন আইন অনুযায়ী সার্চ কমিটিতে সব পেশার মানুষের নামই দেয়া হবে। সার্চ কমিটি  যতজনের নাম চাইবে ততজনের নাম দেয়া হবে। তমতবে সার্চ কমিটিতে দলীয় কারো নাম প্রস্তাব করবে না আওয়ামী লীগ।

৮ ফেব্রুয়ারি ২০২২: গণভবনে সভাপতিমন্ডলীর বৈঠক শেষে, তার বনানীর বাসায় সাংবাদিকদের তিনি জানান, ইসি আইনে কোথায় ত্রুটি আছে সেটা দেখাতে পারেনি বিএনপি। সব কিছুতেই না বলা তাদের অভ্যাস। এটা তাদের নেতিবাচক রাজনীতির ফল।

এ সময তিনি আরো বলেন, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যে ষড়যন্ত্র চলছে বৈঠকে সে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন দলীয় সভাপতি। দেশ বিরোধী নানা অপপ্রচার চলছে। এগুলো মোকাবেলায় সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে।

কোন অন্যায়কে প্রশ্রয় দেয় না বর্তমান সরকার। জনগন আওয়ামী লীগের সঙ্গে আছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সুন্দর নির্বাচন যাতে হয় সেটাই প্রত্যাশা। যারা বাংলাদেশকে এখনো মেনে নিতে পারেনি তারাই দেশের বিরুদ্ধে অপপ্রচার করছে।

বিএনপির মতো ভোট ডাকাতি করে ক্ষমতায় যাবে না আওয়ামী লীগ। বিএনপি না আসলেও নির্বাচন হবে। কারো জন্য নির্বাচন থেমে থাকবে না।

দলের সার্বিক বিষয় নিয়ে গণভবনে সভাপতিমন্ডলীর সভায় আলোচনা হয় বলেও জানান শেখ সেলিম।

জমি লিজ দিয়ে ফসল উৎপাদনে সহযোগিতা চায় সুদান, বিশেষজ্ঞ টিম পাঠাবে বাংলাদেশ

Previous article

বিএনপির নামটি মিডিয়া বাঁচিয়ে রেখেছে:-আওয়ামী লীগ নেতারা

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *