জাতীয়রাজনীতি

সিইসি হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব মোশাররফ ভূঁইঞার নাম প্রস্তাব বিকল্পধারার

0
prothomalo import media 2018 10 27 3e250eca936ccd28fe7f9d267d7e5f6d 5bd497245ebce

বিকল্পধারা বাংলাদেশ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইঞা এবং দেশের ৪ জন বিশিষ্ট ব্যক্তিকে কমিশনার হিসেবে নিয়োগের প্রস্তাব দিয়েছে।

১১ ফেব্রুয়ারি ২০২২: শুক্রবার অনুসন্ধান কমিটির সভাপতির কাছে চিঠির মাধ্যমে দলের এই প্রস্তাব পাঠানো হয়।

প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার হিসেবে বিকল্পধারা যাদের নাম প্রস্তাব করেছে তাঁরা হলেন: মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইঞা(সিইসি), স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ড. তোফায়েল আহমেদ, (কমিশনার), সাংবাদিক ও লেখক আবু সাঈদ খান,(কমিশনার), ফেমার সাবেক সভাপতি মনিরা খান (কমিশনার) ও অর্থনীতিবিদ ড. আহসান মনসুর (কমিশনার)।

বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি’র পক্ষে দলটির যুগ্ম মহাসচিব এনায়েত কবীর স্বাক্ষরিত চিঠিটি সচিবালয়ে অনুসন্ধান কমিটির কাছে ১১ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে পৌঁছে দেন বিকল্পধারার যুগ্ম দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বুলু।

ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পে কর্পোরেট কর ১০-১৫ শতাংশ করার দাবি ব্যবসায়ীদের

Previous article

শিক্ষার সূতিকাগার গ্রন্থাগার:- সংস্কৃতি প্রতিমন্ত্রী

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *