বিনোদন

সিনেমা হলে পরীমনি

0
porimoni2

শুক্রবার চিত্রনায়িকা পরীমনি অভিনীত নতুন ছবি ‘মুখোশ’ মুক্তি পেয়েছে দেশের ৩৮টি প্রেক্ষাগৃহে। প্রথমদিনেই মোশাররফ করিম, পরীমনি, জিয়াউল রোশান অভিনীত ছবিটি দেখতে বিভিন্ন হলে ভিড় লক্ষ্য করা গেছে। শুধু তাই নয়, অন্তঃসত্ত্বা হলেও হলে হলে যেতে দেখা গেছে পরীকে। ছবির প্রচারণায় গিয়েছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামেও।

শুক্রবার সন্ধ্যা ৬টার শোতে পরী-রোশান-ইফেতখার শুভরা গিয়েছিলেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী সিনেমা হল চিত্রামহলে। ৩টার শো শেষে দর্শক হল থেকে বের হচ্ছে, অপরদিকে নতুন শো শুরু হবে শিগগিরই। দুই শোয়ের দর্শকের দৃষ্টি চলে গেল ছবির নায়িকা পরীমণির দিকে। সবাই ছুটে এলো আলোচিত এ নায়িকাকে দেখতে। মুহূর্তেই মানবস্রোতে ভেসে যাওয়ার উপক্রম হলো। পরী মানবস্রোত ডিঙিয়ে বের হতেও পারছিলেন না।

একপর্যায়ে চিৎকার করে ওঠেন নায়িকা। সন্তানসম্ভবা অভিনেত্রীকে রক্ষায় এগিয়ে এলেন ‘মুখোশ’ টিমের সদস্যরা। মুহূর্তে মানবপ্রাচীর তৈরি করেন তারা। কোনো রকমে পায়ের জুতা জোড়া খুলে হাতে তুলে নিলেন পরী! দৌড়ে গিয়ে ওঠেন একটু দূরে পার্ক করা নীল রঙের গাড়িতে। এর আগে মধুমিতা হলে সকালের শোতে হাজির হন পরীমনি। সেখানেও ছিল দর্শকদের উপচে পড়া ভিড়।

এখানেই শেষ নয়। ছবিটি মুক্তির আগের দিন তিনি হাজির হন বসুন্ধরা সিটিতে ছবির প্রিমিয়ার শোতে। সেখানেও অতিথিরা প্রশংসা করেন এ নায়িকার অভিনয়ের। এদিকে পরীমনির এই হল যাত্রা চলবে বলেও জানা গেল। তিনি বলেন, যতটুকু সম্ভব আমি আরও হলে যাওয়ার চেষ্টা করবো। দর্শকদের সাড়াটা সরাসরি দেখতে চাই। আর ভিড় নিয়ে আমি চিন্তিত নই।

নায়ক-নায়িকা হলে যাবে, দর্শক তাদের আটকে না রাখলে তারা কিসের নায়ক-নায়িকা! আমার তো খুব ভালো লেগেছে। সিনেমায় এমনটিই তো হওয়া উচিত। ‘মুখোশ’ ছবিতে মোশাররফ করিম, পরীমনি, রোশান ছাড়াও আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, এলিনা শাম্মী, প্রাণ রায়, ফারুক হোসেন প্রমুখ।

শেষ হলো বাপ্পি-মিতুর ‘কুস্তিগীর’

Previous article

বাংলাদেশের ফিল্ডিং কোচ হলেন শেন ম্যাকডারমট

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *