খেলা

সিপিএলে টানা দ্বিতীয় ম্যাচে সেরা হলেন সাকিব

0
সিপিএলে টানা দ্বিতীয় ম্যাচে সেরা হলেন সাকিব

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলা বাংলাদেশের সাকিব আল হাসান টানা দ্বিতীয়বারের মত ম্যাচ সেরা হলেন।

গতকাল রোববার সিপিএলের লিগ পর্বে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে গায়ানার শেষ ম্যাচে ব্যাট হাতে ৫৩ ও বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সাকিব।

ম্যাচটি ৫ উইকেটে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল হয়ে প্রথম কোয়ালিফাইয়ারে খেলবে গায়ানা। ১০ ম্যাচে ১১ পয়েন্ট গায়ানার। সমানসংখ্যক ম্যাচে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দল হয়েছে বার্বাডোজ। তাই প্রথম কোয়ালিফাইয়ারে গায়ানার প্রতিপক্ষ বার্বাডোজ।

আরও পড়ুনঃ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হন্ডুরাসকে হারালো আর্জেন্টিনা

গায়ানার বোলারদের তোপে ১৫ বল বাকী থাকতে ১২৫ রানে গুটিয়ে যায় বার্বাডোজ। ২ দশমিক ৩ ওভার বল করে ১২ রানে ১ উইকেট নেন সাকিব। দলের পক্ষে রোমারিও শেফার্ড ১৪ রানে নেন ৩ উইকেট। ১২৬ রানের টার্গেটে ১৮ রানে দুই উইকেট হারায় গায়ানা। তৃতীয় উইকেটে আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজকে নিয়ে ৪৪ বলে ৭৯ রান যোগ করেন সাকিব।

ব্যাট হাতে মারমুখী মেজাজে থাকা  সাকিব ৩০ বলে ৫৩ রান করে আউট হন তিনি। ইনিংসে ৫টি চার ও ৩টি ছক্কা মারেন সাকিব। দলীয় ৯৭ রানে সাকিব ফিরলেও, গায়ানার জয় পেতে সমস্যা হয়নি। ৩৩ বল বাকী রেখেই জয় তুলে নেয় তারা। গুরবাজ ২২, অধিনায়ক শিমরোন হেটমায়ার ১০ ও কেমো পল অপরাজিত ১২ রান করেন।

গায়নার নবম অর্থাৎ আগের ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ব্যাট হাতে ২৫ বলে ৩৫ রান ও বল হাতে ২০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন সাকিব।

পরমাণু হামলার পরিণতির ব্যাপারে রাশিয়াকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

Previous article

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু আগের দিনের তুলনায় ৩ গুণ বেড়েছে

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খেলা