জাতীয়শীর্ষ সংবাদ

সিলেট বিভাগে করোনায় মত্যু ১ জন, আক্রান্ত ৩৩৮

0
images 6 1

সিলেট বিভাগে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৩৩৮ জন।

২ ফেব্রুয়ারি, ২০২২: স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এতথ্য নিশ্চিত করা হয়েছে। তথ্যমতে, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনায় মৃত একজন সিলেট জেলার বাসিন্দা। এইসময় সিলেট বিভাগে ১ হাজার ৫৮৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৩৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২১.৩৪ শতাংশ, যা আগেরদিন ছিল ৩০.৬৪ শতাংশ।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৩৩৮ জনের মধ্যে সিলেট জেলার ২২৪, সুনামগঞ্জের ৩৪, হবিগঞ্জের ৩৬ ও মৌলভীবাজার জেলার ৪৪ জন রয়েছেন।
এদিকে, করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন। এনিয়ে হাসপাতালে মোট চিকিৎসারত আছেন ১৬৮ জন। এরমধ্যে আইসিইউতে ভর্তি আছেন ১২ জন।

সিলেট বিভাগে করোনায় মোট আক্রান্ত  রোগীর সংখ্যা ৬৩ হাজার ৬২৪ জন। তন্মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ৫১ হাজার ৫৩৬ জন। এপর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনায় মোট মৃত্যুবরণ করছেন ২ হাজার ১ জন।

বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়েকে ৪-০ গোলে উড়িয়ে শীর্ষে ব্রাজিল

Previous article

সকলের জন্য নিরাপদ ও পুষ্টিসম্মত খাদ্য নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে সরকার:- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *