মতামত সুখী মানুষ বেশি দিন বাঁচে : ওয়ারেন বাফেট By নিজস্ব প্রতিবেদক May 8, 20250 ShareTweet 0 এক বার্ষিক সাধারণ সভায় কিংবদন্তি বিনিয়োগকারী ওয়ারেন বাফেট জীবনে সঠিক মানুষদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, একজন মানুষ কাদের সঙ্গে সময় কাটায়, তা তার জীবনের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সহকর্মী, বন্ধু বা যাদের তিনি প্রশংসা করেন,তাদের প্রভাবেই ব্যক্তির জীবন এগিয়ে চলে। বাফেট মনে করেন, সঠিক মানুষদের সঙ্গে সম্পর্ক শুধু পেশাগত উন্নতির জন্য নয়, বরং ব্যক্তিগত সুখ ও পরিপূর্ণতার জন্যও অপরিহার্য। তিনি বলেন, এমন মানুষের সংস্পর্শে এলে শুধু ব্যবসায় সফল হওয়ার কৌশলই শেখা যায় না, বরং জীবনের সফলতার পথও খুঁজে পাওয়া যায়। আরও পড়ুনঃ পেঁপের বীজ খাওয়ার যে ৯টি উপকারীতা অনেকেরই অজানা বাফেট তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এমন পেশা বেছে নিতে হবে যেটি তারা ভালোবাসেন—এমনকি অর্থ ছাড়াও করতে ইচ্ছুক হতেন এমন কাজ। তিনি জানান, তিনি বহু বছর ধরেই এমন একটি কাজ করছেন, যা তিনি ভালোবাসেন এবং অর্থ ছাড়াও করতে প্রস্তুত থাকতেন। তিনি সতর্ক করে বলেন, জীবনে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক না রাখাই ভালো যারা এমন কিছু করতে বলে যা নিজের নীতিবোধ বা মূল্যবোধের সঙ্গে যায় না। নিজের জীবনের শুরুর দিকের একটি অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, কেবল দশ মিনিটের পরিচয়ে তিনি এমন একজন মেন্টর পেয়েছিলেন যিনি তার জীবনে অসাধারণভাবে সহায়ক হয়েছিলেন। বাফেট মনে করেন, পারস্পরিক সদিচ্ছা ও ইতিবাচক আচরণ সময়ের সাথে সাথে একে অপরকে সমৃদ্ধ করে এবং একটি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলে। তাঁর এই বক্তব্য তরুণ প্রজন্মকে জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে এবং মূল্যবোধ বজায় রেখে এগিয়ে চলার প্রেরণা দেয়। উজা/মাসুদুজ্জামান রাসেল
ভাইরাল কেক পট্টির আড়ালে লুকানো স্বাস্থ্যঝুঁকি, নজর দিতে হবে ক্রেতা ও উদ্যোক্তা দুই পক্ষকে : এলিন মাহবুব November 6, 20251
ভেঙে পড়া জীবনের মাঝেও ঘুরে দাঁড়াবার গল্প, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পথচলা : এলিন মাহবুব June 30, 2025226 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231908 views