তথ্য ও প্রযুক্তিব্যবসা-বাণিজ্য

সুজুকি-স্কাইড্রাইভের কল্যাণে দেখা মিলবে ‘উড়ুক্কু গাড়ি’র?

0
উড়ুক্কু গাড়ি

‘উড়ুক্কু গাড়ি’, সম্প্রতি এমনই একটি প্রকল্পে একজোট হয়েছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সুজুকি এবং উড়তে সক্ষম গাড়ি তৈরিতে নিবেদিত প্রতিষ্ঠান স্কাইড্রাইভ।

অটোমোবাইল, মোটরসাইকেল এবং আউটবোর্ড মটরস-এর পর ‘উড়ুক্কু গাড়ি’কে চতুর্থ গতিশীল ব্যবসায়িক পণ্য হিসেবে যোগ করবে বলে যৌথ বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।

প্রাথমিকভাবে ভারতকে কেন্দ্র করে নতুন বাজার খুলতে প্রতিষ্ঠান দুটি একসঙ্গে কাজ করবে, যেখানে গাড়ির বাজারের প্রায় অর্ধেকই রয়েছে সুজুকির দখলে।

২০১৮ সালে প্রতিষ্ঠিত স্কাইড্রাইভের সঙ্গে ট্রেডিং হাউজ ‘ইটোচু কর্পোরেশন’, প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এনইসি কর্পোরেশন’ এবং প্রাকৃতিক জ্বালানী প্রতিষ্ঠান ‘এনেওস হোল্ডিংস ইনকর্পোরেশন’-এর মত জাপানের বড় ব্যবসাপ্রতিষ্ঠানের অংশীদারিত্ব রয়েছে।

স্কাইড্রাইভের ওয়েবসাইট বলছে, ২০২০ সালে প্রতিষ্ঠানটির ‘সিরিজ বি’ তহবিলে সর্বমোট জমা পড়েছিল পাঁচশ’ ১০ কোটি ইয়েন, ডলারের হিসাবে যেটি প্রায় চার কোটি ২০ লাখ ডলার।

বর্তমানে স্কাইড্রাইভ একটি সরু দুই সিটের বিদ্যুচ্চালিত ‘উড়ুক্কু গাড়ি’ নির্মাণে কাজ করছে, যেটি পুরোদমে উৎপাদনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের চ্যাট আড়াল করতে যা করবেন

ইলেকট্রিক স্কুটারের বাজেট যখন ৪০ হাজার টাকা

Previous article

জেনে নিন ওপ্পো এ ৯৬ এবং ওপ্পো এ ৭৬ ফিচার

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *