তথ্য ও প্রযুক্তিমোবাইল

সেপ্টেম্বরেই বাজারে আইফোন ১৪ ছাড়ছে অ্যাপল

0
সেপ্টেম্বরেই বাজারে আইফোন ১৪ ছাড়ছে অ্যাপল

৭ সেপ্টেম্বর বার্ষিক অনুষ্ঠানে আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাসের ঘোষণা করলো মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।

এছাড়াও ঘোষণা দেয়া হয়েছে ওয়াচ সিরিজ ৮, অ্যাপল ওয়াচ আলট্রা ও এয়ারপডস প্রোর।

জানা যায়, নতুন আইফোনের নকশা অনেকটাই আইফোন ১৩ এর মতোই। এতে সেলফি ক্যামেরা ও ফেস আইডি সেন্সরের নচ রয়েছে।

আইফোন ১৪ ও ১৪ প্লাস মডেলটি যা থাকছে:

৬.১ ইঞ্চি মাপের স্ক্রিন রয়েছে। ১৪ প্লাস মডেলটিতে রয়েছে ৬.৭ ইঞ্চি মাপের স্ক্রিন। প্লাস মডেলটিতে ব্যাটারির চার্জ থাকবে বেশি সময়। দুটি মডেলেই গত বছরের এ১৫ বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে।

আইফোন ১৪ এর দাম হবে ৭৯৯ মার্কিন ডলার আর প্রো মডেলটির দাম হবে ৮৯৯ মার্কিন ডলার।

এছাড়াও অ্যাপলের সিইও টিম কুক অ্যাপলের এয়ারপডস প্রো-এর একটি নতুন মডেল ঘোষণা করেছেন, যা নয়েজ-বাতিল করার সঙ্গে ওয়্যারলেস ইয়ারবাড হিসেবে কাজ করবে।

২৩ সেপ্টেম্বর থেকে এটি বাজারে আসবে। দাম ২৪৯ মার্কিন ডলার।

বাংলাদেশকে পণ্য রপ্তানির জন্য ট্রানজিট সুবিধা দেবে ভারত

Previous article

১ উইকেটের নাটকীয় জয়ে ফাইনালে পাকিস্তান

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *