ব্যবসা-বাণিজ্যশীর্ষ সংবাদ

সোনার ভরি এখন ৮৪ হাজার ৫৬৪ টাকা

0
অলংকার ক্রয় বিক্রয়ে বাজুসের নতুন নির্দেশনা

দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম  ৮৪ হাজার ৫৬৪ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে বাজুস

বিজ্ঞপ্তিতে বাজুজ বলছে, দেশের বুলিয়ন বাজারে পাকা সোনার দাম বেড়েছে। সর্বশেষ গত ২২ আগস্ট সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছিল। এর আগে গত ৭ আগস্ট সোনার দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বৃদ্ধি করেছিল বাজুস। তাতে সোনার দাম পৌঁছেছিল ৮৪ হাজার ৩৩১ টাকায়। সেটাই ছিল গতকাল পর্যন্ত দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

আরও পড়ুনঃ বেনাপোলে বাজারের ব্যাগ থেকে আড়াই কোটি টাকার সোনা উদ্ধার

দাম বাড়ায় রোববার থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে ৮৪ হাজার ৫৬৪ টাকা লাগবে। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৮০ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেট ৬৯ হাজার ১৬৮ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরির দাম দাঁড়াবে ৫৭ হাজার ৩৮৭ টাকায়। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

এদিকে দেশের বাজারে সোনার দাম বাড়লেও আন্তর্জাতিক বাজারে ধাতুটির দাম নিম্নমুখী।

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মাহমুদ হাসান রিপন

Previous article

বিকেলের নাস্তার সহজ সমাধান; মুচমুচে চিকেন পপকর্ন

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *