আন্তর্জাতিক

সোমালিয়ায় বন্যায় বাস্তুচ্যুত ২ লাখ মানুষ

1
somalia

সোমালিয়ার মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় প্রায় ২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। একজন আঞ্চলিক কর্মকর্তা শনিবার (১৩ মে) এএফপিকে বলেন, শাবেলে নদীর তীর উপচে পড়ে রাস্তাগুলো ডুবে গেছে।

বেলেডওয়েন শহরের হিরান অঞ্চলের বাসিন্দারা তাদের বাড়িঘর থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে পানির স্তর প্রবল বেগে বেড়ে যাওয়ায়, বাসিন্দারা তাদের জিনিসপত্র মাথায় করে বন্যা প্লাবিত রাস্তা দিয়ে আশ্রয়ের সন্ধানে ছুটে বেড়াচ্ছে।

এদিকে হিরান অঞ্চলের সামাজিক বিষয়ক ডেপুটি গভর্নর আলী ওসমান হুসেন বলেন, শাবেল নদীতে আকস্মিক বন্যার কারণে বেলেডওয়েন শহরের প্রায় ২ লাখ মানুষ এখন বাস্তুচ্যুত হয়ে পড়েছে। তিনি বলেন, এটি একটি প্রথমিক পরিসংখ্যান যেকোনো সময় এ সংখ্যা বাড়তে পারে। তিনি এএফপিকে বলেন, ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।

আরও পড়ুনঃ বাস দুর্ঘটনায় সৌদি আরবে ২০ হাজী নিহত

ওই অঞ্চলের ডেপুটি গভর্নর হাসান ইব্রাহিম আবদুলে বলেন, বন্যায় তিনজনের মৃত্যু হয়েছে। এই বিপর্যয় ও রেকর্ড খরা লক্ষ লক্ষ সোমালিকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ফেলেছে। সমস্যাগ্রস্থ দেশটি কয়েক দশক ধরে ইসলামপন্থী বিদ্রোহের সাথে লড়াই করছে।

চিত্রনায়ক ফারুক আর নেই

Previous article

ঘূর্ণিঝড় মোখার আঘাতে কক্সবাজারের ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

Next article

You may also like

1 Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *