স্বাস্থ্য ‘স্কিনোমিটার’ দিয়েই হবে ‘অদৃশ্য’ ত্বক ক্যান্সার শনাক্ত By রিপোর্টার October 3, 20221 ShareTweet 1 খালি চোখে দেখা যায় না ত্বকের এমন ক্যান্সার শনাক্ত করতে সক্ষম ‘স্কিনোমিটার’নামের এক স্ক্যানার উদ্ভাবন করেছেনযুক্তরাজ্যের ‘ওয়ারউইক ইউনিভার্সিটি’র বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের উদ্ভাবিত এই স্কিনোমিটারের লক্ষ্য ত্বকের ভেতর ক্যান্সার কতদূর পর্যন্ত ছড়িয়েছে সেটি শনাক্ত করা। হাসপাতালের কনসালট্যান্ট ও প্লাস্টিক সার্জন অধ্যাপক জো হার্ডউইক বলেন, ‘ত্বকের ভেতর থাকতে পারে এমন কিছু ক্যান্সার সেল, যা আমরা খালি চোখে দেখতে পাই না। ফলে, অস্ত্রোপচারের মাধ্যমে সেগুলো সরানোর সময় কখনও কখনও এর কিছু অংশ ভেতরে থেকেও যায়। এই প্রযুক্তির ইতিবাচক দিক হলো, অস্ত্রোপচারে আগের তুলনায় নির্ভুলতা বাড়ার পাশাপাশি প্রথম চেষ্টাতেই অনেক বেশি ক্যান্সার সেল সরিয়ে ফেলতে পারব আমরা।’ আরও পড়ুনঃ একটানা না ঘুমিয়ে বার বার ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, রোগীর শরীর থেকে সকল ক্যান্সার সেল সরেছে কি না, তা নিশ্চিত করতে ত্বকের একাধিক নমুনা পরীক্ষা করতে হয়। আর, এই স্ক্যানারের ব্যবহারে অস্ত্রোপচারের সময়ও ব্যপক হারে কমে আসবে। তার ভাষ্যমতে, অস্ত্রোপচারের জন্য রোগীদের ‘দীর্ঘ ও বিরক্তিকর অপেক্ষা’ বন্ধ করবে এই স্ক্যানার। চিকিৎসাও আগের চেয়ে দ্রুত শুরু করা যাবে।
সুবিধা বঞ্চিত মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব দিয়ে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব February 25, 2025150 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231909 views