উদ্যোক্তার গল্পদেশি উদ্যোক্তা

স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে চলছেন নিলুফা সুলতানা লুনা

1
nlf

উদ্যোক্তা জার্নালের বিশেষ আয়োজন ‌‘উদ্যোক্তা গল্প’-র আজকের পর্বে, কথা হলো উদ্যোক্তা নিলুফা সুলতানা লুনার সঙ্গে। আজ শুনবো তার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প।

আমি নিলুফা সুলতানা লুনা। প্রাণের শহর চট্টগ্রামে বেড়ে ওঠা আমার। চট্টগ্রাম বন্দর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে স্কুলের গন্ডি পেরিয়ে যখন একটু একটু জগৎটাকে চিনতে শুরু করলাম, তখন থেকেই নিজে কিছু একটা করার তাগিদ অনুভব করতাম। সেই থেকে আমার স্বপ্ন ছিলো নিজে কিছু একটা করবো, পাশাপাশি আর দশজনকেও স্বাবলম্বী হতে সাহায্য করবো।

273675038 478354790680619 452820440443039590 n

আমি ছোটো বেলা থেকেই ড্রেস কালেকশন ও জুয়েলারির প্রতি সৌখিন ছিলাম, মনের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিলো বড়বেলায় এই নিয়ে কাজ করবো। যখন সুযোগ টা পেলাম হাতছাড়া করলাম না। শুরু করলাম ব্লক ও স্ক্রিনপ্রিন্ট পোশাক এবং জুয়েলারি নিয়ে কাজ করা।

274158618 1585941605104719 3530486676175630662 n

শুরুটা ছিল এক ছোটো বোনের মাধ্যমে। তার সাহায্যে ধীরে ধীরে কাজকে এগিয়ে নিতে লাগলাম, পরিধি বাড়লো।

273814462 489430032687140 7433861036062067508 n

আমি মনে করি উদ্যোক্তা হতে গেলে ত্যাগ, ধৈর্য্য ও পরিশ্রম করার মতো মানসিক শক্তি থাকার প্রয়োজন। একদিনে সব হয় না, সময় দিতে হয়, লেগে থাকতে হয় ধৈর্য্য ধারণ করে।

আমি শিক্ষকতার পেশায় জড়িত আছি, পাশাপাশি বর্তমানে আমার স্বপ্ন Luna’s Tori কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার।

273831703 534708607760645 4313256786554463163 nআমার স্বপ্ন Luna’s Tori তার নিজস্ব নামে সবার কাছে পরিচিত হবে ইনশাআল্লাহ। সাথে কিছু মানুষের কর্মসংস্থানের জন্য হাতটা প্রসারিত করতে পারি এই স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই।

274100579 3255935578015147 3482656396932096997 n

বিভিন্ন কাজের মাধ্যমে নারী উদ্যোক্তাকে যখন দেখি এগিয়ে যাচ্ছে, তখন নিজের মাঝেও আরো উদ্যোগী হওয়ার স্পৃহা জাগে।

আমি নারী আমি পারি- এই হোক একজন নারীর সাহস, শক্তি ও দৃঢ় বিশ্বাস। এই বিশ্বাস নিয়েই Luna’s Tori ও এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে প্রযুক্তি উদ্যোক্তার সংস্কৃতি তৈরী হয়েছে:- পলক

Previous article

নারী হয়ে লুঙ্গি নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ জান্নাতুল ফেরদৌস পারিসার

Next article

You may also like

1 Comment

  1. উদ্যোক্তা জার্নাল কে ধন্যবাদ
    আমার প্রিয় চট্টগ্রাম এর বুজান..
    অনেক দোয়া আর ভালবাসা আপনার জন্য..

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *