জাতীয়

হজ্ব গমনেচ্ছুদের নিবন্ধন কার্যক্রম নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

0
images 5

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২২: বর্তমানে হজে গমনেচ্ছু ব্যক্তিদের সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে। তাই হজ্ব গমনেচ্ছুদের নিবন্ধন কার্যক্রম নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ্ব -১ শাখা হতে আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে, চলমান কোভিড-১৯ পরিস্থিতির কারণে নিবন্ধন কার্যক্রম এখনো শুরু হয়নি। তবে কতিপয় অসাধু ব্যক্তি প্রতারণার আশ্রয় নিয়ে সহজ-সরল ধর্মপ্রাণ মুসলমানগণকে হজে পাঠানোর মিথ্যা আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে।

বিজ্ঞপ্তিতে এ ধরনের প্রতারকের কাছ থেকে সতর্ক থাকার জন্য  এ ধরনের  লেনদেনের জন্য কোন ব্যক্তি ফোন করলে বা প্রস্তাব দিলে বিষয়টি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (মোবাইল নম্বর- ০১৭২০২০৯৫৯৯) সহ নিকটস্থ থানাকে অবহিত করার জন্যও অনুরোধ করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, হজ কার্যক্রম শুরু হলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে বিষয়টি সর্বসাধারণকে যথাসময়ে অবহিত করা হবে।

চাকরির চেষ্টা না করে উদ্যোক্তা জীবন বেঁছে নেন তাজমিনা আক্তার রুমা

Previous article

তড়িঘড়ি করে সরকার নির্বাচন কমিশন আইন পাস করেছে:- ফখরুল

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *