পর্যটনঐতিহ্যভ্রমণ হাতি ও ঘোড়ার গাড়িতে চড়ে বনভোজন By নিজস্ব প্রতিবেদক March 23, 20220 ShareTweet 0 দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জাতীয় উদ্যানে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী বনভোজন। এই বনভোজনে ৪০টি ঘোড়ার গাড়ীতে অংশ নিয়েছেন আড়াইশ মানুষ। পাশাপাশি ঘোড়ারগাড়ীর বহরের সামনে ছিল বিশালাকার হাতি। হারানো ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন আয়োজন বলে জানালেন আয়োজকরা। হারানো ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে দিনাজপুরের নবাবগঞ্জে এই ব্যতিক্রমী বনভোজনের আয়োজন। দারিয়া পাবলিক ক্লাব ও লাইব্রেরির আয়োজনে ৪০টি ঘোড়ারগাড়ি বহর নিয়ে নবাবগঞ্জের জাতীয় উদ্যানের আশুড়ার বিলে এই বনভোজনে যায় অংশগ্রহণকারীরা। সাথে ছিলো বিশাল এক হাতি। এই ঘোড়ার গাড়ীর বহর আড়াইশ যাত্রী নিয়ে ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে গেয়ে বনভোজনে অংশ নেয়। নানা বয়স আর শ্রেণি-পেশার মানুষ অংশ নেয় এই বনভোজনে। আর এক সাথে এতো ঘোড়ার গাড়ি দেখতে রাস্তার দুই পাশে ছিলো হাজারো মানুষের ভিড়। আয়োজকরা জানালেন, হারানো ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন আয়োজন। এক সময় দেশে ঘোড়ার গাড়ির ব্যাপক প্রচলন থাকলেও এখন তা বিলুপ্তির পথে। বনভোজনের মতো আয়োজনে এই ঐতিহ্যকে তুলে আনায় আয়োজকদের সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231909 views