খবরজাতীয়শীর্ষ সংবাদস্বাস্থ্য

হাসপাতাল, ক্লিনিকের সাইনবোর্ডে লাইসেন্স নম্বর যুক্ত করার নির্দেশ

0
হাসপাতাল, ক্লিনিকের সাইনবোর্ডে লাইসেন্স নম্বর যুক্ত করার নির্দেশ

হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের সাইনবোর্ডে সাইনবোর্ডে লাইসেন্স নম্বর যুক্ত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমুহ) মো. বেলাল হোসেনের স্বাক্ষরে পাঠানো এক আদেশে এ কথা বলা হয়েছে।

এ আদেশে বলা হয় ,”দেশের সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকে মেয়াদোত্তীর্ণের তারিখসহ লাইসেন্স নম্বর সাইনবোর্ডে ঝুলিয়ে দিতে হবে। প্রয়োজনে কিউআর কোডসহ সেটি ডিসপ্লে করতে হবে। নয়ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এর আগে অনুমোদনহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে গত ২৯ অগাস্ট থেকে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। অনুমোদন ছাড়াই চিকিৎসা সেবা দেওয়ায় ৩১ অগাস্ট পর্যন্ত তিনদিনে সারাদেশে ৭০০ প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়, জরিমানা আদায় করা হয়েছে ১১ লাখ ৫ হাজার টাকা।

নির্বাচনে কারচুপির অভিযোগে অং সান সু চির ৩ বছরের কারাদণ্ড

Previous article

কুয়েত যেতে অস্ত্রোপচার করে আঙুলের ছাপ পরিবর্তন

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খবর