খেলা

হাসপাতাল ছাড়লেন পেলে

0
pele

টিউমার ও মূত্রনালীর সংক্রমনের কারণে দীর্ঘ প্রায় দুই সপ্তাহ সাও পাওলোর একটি হাসপাতালে কাটানোর পর ছাড়া পেয়েছেন বিশ্ব ফুটবলের কিংবদন্তী ব্রাজিলীয় তারকা পেলে। সোমবার হাসপাতালের পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে।

আলবার্ট আইনস্টাইন হাসপাতাল এক বিবৃতিতে জানায়, ‘ও রেই (দ্য কিং)’ নামে পরিচিত ৮১ বছর বয়সি সাবেক ফুটবল কিংবদন্তীর অবস্থা এখন স্থিতিশীল। মুত্রনালীর সংক্রমন থেকে তিনি মুক্ত। তবে কোলন টিউমারের চিকিৎসা অব্যাহত থাকবে।

গত বছর সেপ্টেম্বরে ধারা পড়া টিউমারের কেমো থেরাপি দিতে ১৩ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হন পেলে। ভর্তির আটদিন পর তার মুত্রনালির সংক্রমন শনাক্ত করে চিকিৎসকরা। যে কারণে হাসপাতালে তার অবস্থান দীর্ঘায়িত হয়।

এর আগে গত ৪ সেপ্টেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে পেলের দেহ থেকে টিউমার অপসারন করা হয়েছে। ওই সময় তাকে প্রায় একমাস হাসপাতালে কাটাতে হয়। পরে হাসপাতাল ছাড়লেও নিয়মিত তাকে কেমোথেরাপি নিতে হচ্ছে।

বিশ্বকাপে নিজেদের প্রমান করতে চান নিগার সুলতানা

Previous article

গ্রাম-বাংলার ঐতিহ্য ‘ঢেঁকি’ বিলুপ্তির পথে!

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খেলা