ব্যবসা-বাণিজ্য

হিলি স্থলবন্দর দিয়ে আবার শুরু হয়েছে আমদানি-রপ্তানি

0
hili

দুর্গা পূজা উপলক্ষে আট দিনের ছুটির পর দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর (এইচএলপি) দিয়ে শনিবার (৮ অক্টোবর) থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

এইচএলপির কাস্টমস, ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, এ উপলক্ষে গত ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত ছিল।

সনাতন ধর্মাবলম্বীর সর্বশ্রেষ্ঠ ধর্মীয় উৎসব দুর্গা পূজা উদযাপনের পর স্থলবন্দর দিয়ে শনিবার সকাল থেকে আমদানি, রপ্তানি, শুল্ক ছাড়পত্র, আমদানি পণ্য লোড-আনলোড শুরু হয়েছে।

আরও পড়ুনঃ পাঁচ দিনব্যাপি জাতীয় ফার্নিচার মেলা শুরু

এ বিষয়ে তিনি আরো বলেন, ভারতীয় মালবাহী ট্রাকগুলো আনলোড করার পর শনিবার বিকেল থেকে স্থানীয় ট্রাকগুলো আমদানি পণ্য নিয়ে দেশের বিভিন্ন স্থানে স্থলবন্দর থেকে লোড করা শুরু করে।

অন্যদিকে এইচএলপির ইমিগ্রেশন চেক পোস্টের (আইসিপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদিউজ্জামান বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকা সত্ত্বেও পাসপোর্ট-ভিসাধারী নাগরিকদের চলাচল স্বাভাবিক ছিল।

জাতীয় পরিচয় নিবন্ধন আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

Previous article

এইচএসসি পরীক্ষায় অনিয়মের সঙ্গে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *