জীবনযাপন

হৃদরোগের ঝুঁকি কমাতে ভরসা রাখুন এই তিনটি শরীরচর্চায়

0
hrt2

আমাদের দৈনন্দিন জীবনে ব্যস্ততা বৃদ্ধির সাথে সাথে হাজারটা রোগব্যাধির সমস্যাও বাড়ছে পাল্লা দিয়ে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, মানসিক চাপ, স্ট্রেস, টেনশন, অনিয়ন্ত্রিত জীবনধারা, ভুল খাদ্যাভ্যাস, সবটাই দায়ী এর জন্য। যে কারণে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের মতো জটিল রোগে আক্রান্ত লক্ষ লক্ষ মানুষ। কম বয়সেই হাইপারটেনশনে ভুগতে দেখা যাচ্ছে বহু মানুষকে। যার থেকেই ভবিষ্যতে হৃদরোগের ঝুঁকি বাড়ে।

বিশেষজ্ঞদের মতে, সঠিক খাদ্যাভ্যাস এবং সুনির্দিষ্ট জীবনধারার পাশাপাশি শরীরচর্চার সমান গুরুত্ব রয়েছে। নিয়মিত শরীরচর্চা করলে কার্ডিওভাসকুলার রোগের আশঙ্কা কমতে পারে। ওজন নিয়ন্ত্রণেই শুধু রাখবে না, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো সমস্যার সমাধান লুকিয়ে আছে শরীরচর্চায়।

অনেকেই কাজের চাপে জিমে যাওয়ার বা কঠিন শরীরচর্চার সময় পান না। তাঁদের জন্য সহজ সমাধান হলো-

১. নিয়মিত ৪০ মিনিট হাঁটুন। অফিসে যাওয়ার পথে বা ফেরার পথে কিংবা সকালে সময় থাকলে মর্নিং ওয়াক করলেও উপকার পাবেন।

২. হাঁটার পাশাপাশি দৌড়ানোর অভ্যাসও করুন। এটি হৃদরোগের ঝুঁকি কমানোর সঙ্গে অতিরিক্ত মেদ ঝরাতেও সাহায্য করে।

৩. সাইক্লিং বা সুইমিং করতে পারেন।

ডিএনসিসির আওতাধীন খাল উদ্ধারে ৪২টি ডেড স্পট চিহ্নিত করা হয়েছে

Previous article

২০২৫ সালের মধ্যে দেশের প্রতিটি গ্রামকে ফাইবার অপটিক্যাল ক্যাবলে যুক্ত করা হবে:- পলক

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *