খেলা

১৩৩ বছরের রেকর্ড ভাঙলেন মিরাজ

0
miraz

পোর্ট এলিজাবেথে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। টস হেরে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। দিনের প্রথম ওভারে বাংলাদেশের পক্ষে বল হাতে আক্রমণে আসেন পেসার খালেদ আহমেদ।

দ্বিতীয় ওভারেই বল হাতে আক্রমণে আসেন টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ। যার মাধ্যমে রেকর্ড বইয়ে নাম লিখেছেন তিনি। সর্বশেষ ১৮৮৯ সালের পর এই পোর্ট এলিজাবেথের (বর্তমান নাম গেবেখা) ভেন্যুতে স্পিনার হিসেবে নতুন বলে আক্রমণে এসে রেকর্ড বইয়ে নাম তুললেন মিরাজ।

১৮৮৯ সালের ১২ মার্চ সর্বশেষ এই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল হাতে ইনিংস শুরু করেছিলেন ইংল্যান্ডের জনি ব্রিগস। ব্রিগসের পর এই ভ্যানুতে আর কোনো স্পিনার নতুন বলে বল হাতে ইনিংস শুরু করেননি। অবশেষে ১৩৩ বছর পর নতুন বলে বল হাতে ইনিংস শুরু করলেন মিরাজ।

শুধু এমনটাই নয়, ৮৬ বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো টেস্টে এই প্রথম কোনো স্পিনার দিয়ে ইনিংস শুরু হলো। সর্বশেষ ১৯৩৫ সালের ডিসেম্বরে জোহানেসবার্গে স্বাগতিকদের বিপক্ষে বোলিং আক্রমণ শুরু করেছিলেন অস্ট্রেলিয়ার লেগ-স্পিনার বিল ও’রাইলি।

‘ইতিহাস-২’ নির্মাণের ঘোষণা দিলেন কাজী হায়াৎ

Previous article

অতিরিক্ত খেলোয়াড় কেলেঙ্কারি সত্ত্বেও ফ্রেইবার্গের বিপক্ষে জয় পেলো বায়ার্ন

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খেলা