খবরপ্রবাস জীবন

১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০১ কোটি ডলার

3
১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০১ কোটি ডলার

চলতি মাসের প্রথম ১৫ দিনে দেশে ১০০ কোটি ৮৬ লাখ ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। এ ধারা অব্যহত থাকলে মাস শেষে তা ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।

এখন বিদেশ থেকে যেকোনো পরিমাণ প্রবাসী আয় পাঠাতে কোনো ধরনের কাগজপত্র লাগে না। এ ছাড়া প্রবাসী আয়ের ওপর আড়াই শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। আর গত সপ্তাহ থেকে প্রবাসী আয়ে প্রতি ডলারের জন্য ১০৮ টাকা দাম দিচ্ছে ব্যাংকগুলো। এর পরও প্রবাসী আয় আসা কমেনি।

আরও পড়ুনঃ অলংকার ক্রয় বিক্রয়ে বাজুসের নতুন নির্দেশনা

এর আগে গত আগস্ট মাসে প্রবাসীরা প্রায় ২০৪ কোটি ডলারের আয় দেশে পাঠিয়েছিলেন। জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ২১০ কোটি ডলার। গত জুনে এসেছিল প্রায় ১৮৪ কোটি ডলার।

এদিকে দেশে ডলারের দামের যে ঊর্ধ্বমুখী ধারা ছিল, তা ইতিমধ্যে কমে এসেছে। দামও ধীরে ধীরে কমছে। গতকাল ব্যাংকগুলো প্রবাসী ও রপ্তানি আয়ে ডলার ক্রয়ে সর্বোচ্চ দাম দিয়েছে ১০৭ টাকা। আর বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের (বাফেদা) তথ্য অনুযায়ী, গত রোববার ব্যাংকগুলোর মধ্যে ডলার ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে প্রতি ডলারের দাম ছিল ১০৫ টাকা ৫০ পয়সা।

২৪ ঘন্টায় করোনায় ৫ জনের মৃত্যু

Previous article

ইরানে পুলিশ হেফাজতে তরুণীর মৃত্যুতে বিক্ষোভে গুলি; নিহত ৫

Next article

You may also like

More in খবর