খবরজাতীয়

১৫ দিন ধরে নিখোঁজ কুমিল্লার ৭ শিক্ষার্থী

1
১৫ দিন ধরে নিখোঁজ কুমিল্লার ৭ শিক্ষার্থী

কুমিল্লায় কোচিংয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়া ৭ শিক্ষার্থীর সন্ধান মেলেনি ১৫ দিনেও।

নিখোঁজরা শিক্ষার্থীরা হলেন- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইমরান বিন রহমান (১৭) ও সামি (১৮), একই কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ইমতিয়াজ আহমেদ রিফাত (১৯), অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম (২৩) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করা নিলয় (২৫)। কুমিল্লা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী হাসিবুল ইসলাম (১৮) এবং নিহাল (১৭)।

এ বিষয়ে নিখোঁজ এক শিক্ষার্থীর বাবা জানান, ২৩ আগস্ট দুপুরে কোচিংয়ে যাওয়ার কথা বলে বের হয়। এরপর সে রাতে বাসায় না ফেরায় বিভিন্ন স্থানে তাকে খোঁজার চেষ্টা করি। না পেয়ে পরদিন কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করি। এ ব্যাপারে কুমিল্লা র‌্যাব-১১কেও অবগত করেছি।

বাকি শিক্ষার্থীদের অভিভাবকরাও একই কথা বলেছেন।

এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান জানান, সাধারণ ডায়েরির সূত্র ধরে আমরা কাজ শুরু করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।

দেশের বাজারে ১২ কেজি এলপিজির দাম বাড়ল ১৬ টাকা

Previous article

যে প্রতিশ্রুতি দিলেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

Next article

You may also like

1 Comment

  1. […] সবচেয়ে বেশি অর্থাৎ ১৯৪ জন স্কুলগামী শিক্ষার্থী গত আট মাসে আত্মহত্যার দিকে ধাবিত […]

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খবর