জাতীয়

১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত একুশে গ্রন্থমেলার প্রস্তাব প্রকাশকদের

0
images 6

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত এবারের অমর একুশে গ্রন্থমেলার সময়কাল নির্ধারণের প্রস্তাব দিয়েছে প্রকাশক নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার বাংলা একাডেমি আয়োজিত এক বৈঠকে এই প্রস্তাবনা দেন প্রকাশকরা। এসময় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং বাংলাদেশ পুস্তক  প্রকাশক ও বিক্রেতা সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২: করোনাভাইরাস পরিস্থিতির কারণে অমর একুশে গ্রন্থমেলা বিষয়ে আয়োজিত বৈঠকে প্রকাশকরা চলতি বছরের বইমেলা আগামী  ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত সময়সীমায় আয়োজনের প্রস্তাব দিয়েছেন। সরকারের উচ্চ পর্যায় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করলেই উল্লেখিত সময়ের মধ্যেই এই মেলা করা হবে। এদিকে অমর একুশে গ্রন্থমেলার জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণের কারণে এ বছর মেলা দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার :- রাষ্ট্রপতি

Previous article

বিচারপ্রার্থীরা যাতে হয়রানির শিকার না হন সেদিকে খেয়াল রাখার রাখতে রাষ্ট্রপতির আহ্বান

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *