খবরজাতীয়শীর্ষ সংবাদ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তের রেকর্ড, মৃত্যু একজনের

0
ডেঙ্গুতে আক্রান্তের রেকর্ড

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রেকর্ড ৩৬০ জন। এদিন মারা গেছেন একজন।

১১ সেপ্টেম্বর (রোববার) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে বলছে, বর্তমানে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ১ হাজার ২৮ জন।

গতকাল শনিবার ২৯৪ জন আক্রান্ত এবং একজনের মৃত্যু হয়েছিল। আর গত ৬ সেপ্টেম্বর একদিনে পাঁচজনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিলেন ২৮৪ জন।

ডেঙ্গুতে মৃত্যুর প্রায় অর্ধেকই কক্সবাজারে

উল্লেখ্য, বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ১২৮ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮৯৩ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে ৩৬০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ২৩৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ঢাকার বাইরে ১২১ জন চিকিৎসা নিচ্ছেন।

চলতি সেপ্টেম্বরের ১১ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৬৯ জন।

প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক

Previous article

করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৩১০

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খবর