খবরজাতীয়শীর্ষ সংবাদ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু

1
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এনিয়ে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ৩৪৫ জন। আর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ১১২ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে ২২৮ জনই ঢাকার বাসিন্দা। এ সময় ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১১৭ জন।

আরও পড়ুনঃ ১৪টি বাড়িতে এডিসের লার্ভা; জরিমানা ৪ লাখ

বর্তমানে দেশের ১ হাজার ১১২ জন ডেঙ্গু রোগীর ৮৫৩ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে রয়েছেন ২৫৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৯৫ জন। এরমধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ২৯৯ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন জেলায় মোট রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৭৯৬ জন।

আটটি পণ্যের আমদানি উৎস বদলেছে

Previous article

ফসল সুরক্ষায় কৃষকদের শস্য বীমা নিষ্পত্তি সিনজেনটা বাংলাদেশের

Next article

You may also like

1 Comment

  1. […] আরও পড়ুনঃ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু […]

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খবর