খবরআন্তর্জাতিক

২ মাস পর দেশে ফিরলেন শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট

0
২ মাস পর দেশে ফিরলেন শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট

বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে আবার দেশে ফিরে এসেছেন।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার পর শ্রীলঙ্কায় ফেরেন তিনি। বিমানবন্দরে অবতরণের পর শ্রীলঙ্কার মন্ত্রী ও রাজনীতিকদের একটি দল তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।

কলম্বোর অদূরে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের একজন কর্মকর্তা বলেন‘তিনি (গোতাবায়া) উড়োজাহাজ থেকে বের হওয়ার সময় তাঁকে ফুলের মালা দেওয়ার জন্য ক্ষমতাসীন রাজনীতিকরা ভিড় করেন।’

সাম্প্রতিককালে শ্রীলংকার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের জন্য রাজাপক্ষের সরকারকেই দায়ী করে দেশটির নাগরিকরা । দেশটিতে চলছে তীব্র খাদ্য ও জ্বালানি সংকট। গত এপ্রিলে খাদ্য ও জ্বালানি তেলের মূল্য ব্যাপকভাবে বেড়ে গেলে দেশটিতে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। সমাজের বিভিন্ন স্তরের লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে রাজাপক্ষে সরকারের বিরুদ্ধে এবং এক পর্যায়ে মে মাসে পদত্যাগে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। জুলাই মাসে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সরকারি বাসভবনে ঢুকে পড়ে। রাজাপক্ষে এ অবস্থায় সামরিক বিমানে দেশ ছেড়ে পালিয়ে প্রথমে মালদ্বীপ এবং পরে সিঙ্গাপুর হয়ে থাইল্যান্ডে অবস্থান নেন।

তার পলায়নের মাধ্যমে অভিজ্ঞ রাজনীতিক রনিল বিক্রমাসিংহের প্রেসিডেন্ট হওয়ার পথ তৈরি করে। ।

৭ সেপ্টেম্বর পর্যন্ত এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ল

Previous article

ঘরেই তৈরি করুন তুরস্কের বিখ্যাত আদানা কাবাব

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খবর