খেলা

২ হাজারী ক্লাবে মাহমুদুল্লাহ

0
mahmdlh

দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষটিতে ২১ রান করেন মাহমুদুল্লাহ। এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২ হাজার পূর্ণ করেন তিনি। ২ হাজার রান করতে ১৯ রান দরকার ছিলো মাহমুদুল্লাহর।

বিশ্বের ১৫তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ২ হাজার রানের ক্লাবে প্রবেশ করলেন মাহমুদুল্লাহ। দেশের মধ্যে রানের দিক দিয়ে মাহমুদুল্লাহর পর দ্বিতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। ৯৬ টি-টোয়েন্টিতে ১৯০৮ রান করেছেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজারের বেশি রান করা ক্রিকেটাররা :

খেলোয়াড় ম্যাচ রান

রোহিত শর্মা (ভারত) ১২৫ ৩৩১৩

মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) ১১২ ৩২৯৯

বিরাট কোহলি (ভারত) ৯৭ ৩২৯৬

পল স্ট্রার্লিং (আয়ারল্যান্ড) ১০২ ২৭৭৬

অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) ৮৮ ২৬৮৬

বাবর আজম (পাকিস্তান) ৭৩ ২৬২০

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) ৮৮ ২৫৫৪

মোহাম্মদ হাফিজ (পাকিস্তান) ১১৯ ২৫১৪

ইয়োইন মরগান (ইংল্যান্ড) ১১৫ ২৪৫৮

শোয়েব মালিক (পাকিস্তান) ১২৪ ২৪৩৫

ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) ৭১ ২১৪০

জশ বাটলার (ইংল্যান্ড) ৮৮ ২১৪০

কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) ৭৪ ২০২১

মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান) ৭০ ২০১৫

মাহমুদুল্লাহ রিয়াদ (বাংলাদেশ) ১১৫ ২০০২

এমবাপ্পেকে ধরে রাখার চেষ্টা পিএসজির

Previous article

ভক্তদের অনুরোধে নতুন করে গাইবেন ডলি সায়ন্তনী

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খেলা