পর্যটনভ্রমণ

৮৫ বছর পর পাওয়া গেল বিখ্যাত আলোকচিত্রীর ক্যামেরাটি

1
ক্যামেরা

যুক্তরাষ্ট্রের বিখ্যাত আলোকচিত্রী ও মানচিত্রকর ব্র্যাডফোর্ড ওয়াশবার্ন কর্তৃক ১৯৩৭ সালে কানাডার পর্বতশৃঙ্গ মাউন্ট লুসানিয়ায় ফেলে আসা ক্যামেরাটি উদ্ধার হলো ৮৫ বছর পর। উদ্ধারের পর ক্যামেরাটি সংরক্ষণের জন্য উদ্যোগ নেয়া হয়েছে।

সিএনএনের এক প্রতিবেদনে জানা যায়, ১৯৩৭ সালে ওয়াশবার্ন প্রথম কানাডার তৃতীয় বৃহত্তম ওই পর্বতশৃঙ্গে (৫,২২৬ মিটার) আরোহণের চেষ্টা করছিলেন। কিন্তু চূড়া পর্যন্ত পৌঁছাতে পারেননি তিনি। খারাপ আবহাওয়ার কারণে জিনিসপত্র ফেলে আসতে বাধ্য হন। সেসব জিনিসের সঙ্গে ওই ক্যামেরাটিও ছিল।

যুক্তরাষ্ট্রের বিখ্যাত আলোকচিত্রী ও মানচিত্রকর ওয়াশবার্ন ম্যাসাচুসেটসের বোস্টন সায়েন্স মিউজিয়ামের প্রতিষ্ঠাতা ও পরিচালক। ২০০৭ সালে ৯৬ বছর বয়সে মারা যান ওয়াশবার্ন।

এরপর ৮৫ বছর ধরে ওয়াশবার্নের ওই সব সরঞ্জাম লোকচক্ষুর আড়ালে ছিল, কোনো পর্বতারোহী সন্ধান পাননি।

সম্প্রতি পর্বতারোহী গ্রিফিন পোস্টের নেতৃত্বে সাত সদস্যের একটি অভিযাত্রী দল মাউন্ট লুসানিয়া হিমবাহে অভিযান চালিয়েছিল। সেখানেই ৬ দিন ধরে অনুসন্ধানের পরে ক্লুয়ান ন্যাশনাল পার্কের কাছে ওয়ালশ হিমবাহ থেকে উদ্ধার করে ক্যামেরাটি।

আরও পড়ুন: পশ্চিমাদের তুলনায় এশিয়া ও আফ্রিকায় মাইগ্রেনের হার কম

প্রথম ভোটারের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতের নির্বাচন কমিশন

Previous article

সিংহভাগ প্লাস্টিক বর্জ্য অভিজাত এলাকায়

Next article

You may also like

1 Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *