জাতীয়খবর

৯টি জেব্রা মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন

0
images 6

ঢাকা, ২৯ জানুয়ারি, শনিবার:

৯টি জেব্রা মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং করণীয় বিষয়ে মতামত প্রদানের লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

বঙ্গবন্ধু সাফারি পার্কে আরো ২টি জেব্রা অসুস্থ, চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের সভা হয় শনিবার দুপুরে।

গাজীপুরের  শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরো দুটি জেব্রা অসুস্থ পড়েছে। জেব্রাগুলোর মৃত্যু প্রতিরোধে জরুরি চিকিৎসা প্রদান এবং এধরনের অসুস্থতার কারণ উদঘাটনে ইতোপূর্বে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যগণ সাফারি পার্কে এক জরুরি সভায় মিলিত হয়েছেন। এ মেডিকেল বোর্ডের পরামর্শ মতো প্রয়োজনীয় সকল  পদক্ষেপ গ্রহণ করবে বন বিভাগ কর্তৃপক্ষ।

মেডিকেল বোর্ডের সদস্যগণ হলেন, জাতীয় চিড়িয়াখানার অবসরপ্রাপ্ত কিউরেটর ড. এবি এম শহীদুল্লাহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর অধ্যাপক ড. রফিকুল আলম, প্রফেসর আবু হাদি মোঃ নুর আলী খান এবং সাফারি পার্কের ভেটারেনারি চিকিৎসক হাতেম সাজ্জাদ মোঃ জুলকারনাইন। বিশেষজ্ঞ হিসেবে সভায় যোগদান করেছেন কেন্দ্রীয় ভেটারেনারি হাসপাতালের পরিচালক ড. শফিউল আহাদ সরদার (স্বপন) এবং কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম আজম চৌধুরী (টুলু)।

উল্লেখ্য, সাফারী পার্কে চলতি মাসে  ৯টি জেব্রা মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং করণীয় বিষয়ে মতামত প্রদানের লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এর মধ্যেই আরো দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়লো।

আইফোন ১৩ নিয়ে বিড়ম্বনা

Previous article

বিএনপি নেতারা দেশদ্রোহী কাজ করছেন:- তথ্যমন্ত্রী

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *