উদ্যোক্তার গল্পদেশি উদ্যোক্তা

আহর্সির বিশাল মূল্যছাড়ে কেনাবেচা উৎসব

3
arsi

শুরু হতে যাচ্ছে আহর্সির তৃতীয় অফলাইন মেলা। এটা আহর্সির সবচেয়ে বড় অফলাইন মেলা। ওয়ান স্টপ ইভেন্টেস আয়োজিত তিন দিনের এই মেলাতে আহর্সি থাকছে।

ব্র্যাক ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী উদ্যোক্তা জারিন সালসাবিল সামিহা জানান, গত আগস্ট মাসে ব্র্যাক ইউনিভার্সিটির মেলার পরে, আহর্সি প্রথমবারের মতো অফলাইনে সারাদিনব্যাপী চারদিনের মেলা করে। মেলাতে আমাদের কামিজ, শাড়ি ও গহনা ক্রেতাদের মনে জায়গা করে নেয়।

ক্রেতারা সাদরে আহর্সির পণ্য কেনেন। মেলাতে আহর্সির পণ্য ব্যাপক সাড়া পায়। ক্রেতারা মেলাতে কেনাকাটা করে সন্তুষ্ট হয়ে অনলাইন পেইজ ফলো করতে শুরু করেন ও অনলাইনে অর্ডার করেন। যা আমাদের কাজের অনেক উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছে।

বিগত মেলাতে ব্যাপক সাড়া পাওয়ার ফলে আহর্সি আবারো আসছে লাইসিয়াম কনফারেন্স সেন্টারে। এবার আমাদের স্টলে পাচ্ছেন আমাদের এক্সক্লুসিভ কোয়ালিটির হ্যান্ড স্টিচ, ব্লক ও বাটিকের (বুটিকস) আনস্টিচড কামিজ, শাড়ি, ডিজাইনার স্টিচড কুর্তি ও বেবি ড্রেস, কুশন কভারসহ নানা পণ্য একদম অফার মূল্যে। আমরা আমাদের সব ধরণের পণ্যই রাখার চেষ্টা করছি।asiআহর্সি প্রায় চার বছর যাবত অনলাইনের মাধ্যমে বাংলাদেশের পাশাপাশি দেশের বাহিরে আহর্সির নিজস্ব ডিজাইনের দেশীয় পণ্য বিক্রি করে আসছে। দেশের পাশাপাশি আমেরিকা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, রাশিয়া, ভারত, চীনসহ নানা দেশে প্রায় ১৫০টির মতন গ্লোবাল অর্ডার সম্পন্ন করে।

কিন্ত আহর্সির অফলাইন শপ নেই যার জন্য দেশীয় ক্রেতারা সরাসরি দেখে পণ্য কিনতে পারেন না এবং অফলাইন শপের দাবী রাখেন। অনেকে আবার কোয়ালিটি টা বুঝতে পারেনা। এজন্য অফলাইন মেলাগুলো করা যেনো ক্রেতারা আহর্সির কোয়ালিটি বুঝতে পারেন, সরাসরি মূল্যবান মতামত দিতে পারেন। আর রেগুলার ক্রেতারাও তিন-চারদিন আহর্সিকে অফলাইনে পেয়ে ভীষণ খুশি হন।

এই মেলাতে বিক্রি মূল লক্ষ্য নয় বরং ক্রেতা যেনো কোয়ালিটি সম্পর্কে জানতে পারেন, কাপড়ের বুনন, ব্লক প্রিন্ট, বাটিক হ্যান্ড স্টিচ এর কাজের ফিনিশিং সরাসরি দেখে জানতে পারেন। আহর্সি প্রফিট নিয়ে কখনো ভাবেনি বরং আহর্সি ক্রেতাদের আরাম, স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টি নিয়ে ভাবছে, কাজ করছে।

আরও পড়ুনঃ সাফল্যের পথে এগিয়ে চলছেন সংগ্রামী উদ্যোক্তা বিলকিস আক্তার

দেশীয় পোশাকের ব্র্যান্ড আহর্সি মেলা উপলক্ষে ক্রেতাদের সম্মানে দিচ্ছে বিশেষ ছাড়। ১০-৩০% মূল্যছাড়ে মেলাতে আহর্সির সকল পণ্য পাবেন। মেলার বিস্তারিত-

তারিখঃ ২৯ – ৩১ অক্টোবর, ২০২৩
সময়ঃ সকাল ১০টা – রাত ৯ টা
স্টল নংঃ ২৮
স্থানঃ লাইসিয়াম কনফারেন্স সেন্টার (লালমাটিয়া মহিলা কলেজের বিপরীতে)

নির্দিষ্ট মূল্যের কেনাকাটাতে থাকছে নানা অফার!!!! পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন সকলে আমন্ত্রিত!!!!

জারিন সালসাবিল সামিহা
স্বত্বাধিকারী- Aharsi : আহর্সি

কাশিয়ানীর দেবাশীষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক

Previous article

সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Next article

You may also like

3 Comments

  1. Thank u ..

    1. Most Welcome!

  2. […] আরও পড়ুনঃ আহর্সির বিশাল মূল্যছাড়ে কেনাবেচা উৎস… […]

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *