বিনোদন ‘স্মার্ট বাংলাদেশ’ শিরোনামের গান গাইলেন চার শিল্পী By নিজস্ব প্রতিবেদক November 5, 20231 ShareTweet 1 সংগীতশিল্পী ইউসুফ আহমেদ খান, রাজীব, রন্টি দাশ ও চম্পা বণিক এই প্রথম একটি গানে কণ্ঠ দিলেন। গানের শিরোনাম ‘স্মার্ট বাংলাদেশ’। গানটি বাংলাদেশ বেতারের প্রচারের জন্য এরই মধ্যে রাজধানীর আগারগাঁওতে অবস্থিত বাংলাদেশ বেতারের একটি স্টুডিওতে রেকর্ড করা হয়েছে। গানটি লিখেছেন নূরুল ইসলাম মানিক এবং সুর করেছেন অশোক পাল। আরও পড়ুনঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ ঘোষণা চ্যানেলে আই সেরাকণ্ঠ থেকে উঠে আসা নন্দিত শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী, ওস্তাদ ইয়াকুব আলী খানের সন্তান গায়ক ইউসুফ আহমেদ খান বলেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে ঘিরেই মূলত এই গান করা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ করার স্বপ্ন দেখেছেন তাই মূলত এই গীতি কবিতার মূল বিষয়বস্তু। আর আমরা যারা এই গানটি গেয়েছি প্রত্যেকেই নিজেদের সেরাটা দিয়েই গাইবার চেষ্টা করেছি। এ প্রসঙ্গে ক্লোজআপ ওয়ান তারকা রাজীব বলেন, গানের মানুষ আমি। নিত্যনতুন মৌলিক গান গাইতে ভালো লাগে। তবে এবারের গানটি মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ করার স্বপ্ন নিয়ে। এ কারণেই বেশি ভালো লেগেছে গানটি গাইতে। ক্লোজআপ ওয়ান তারকা রন্টি দাশ বলেন, একটা মনের মতো গান গাইলাম। তাও আবার আমরা চারজন মিলে। গানটির কথা এবং সুর খুব ভালো লেগেছে। এই ধরনের গান গাওয়ার মধ্যে নিজের ভেতরই একটা ভালোলাগা কাজ করে। গানটি সবাইকে শোনার জন্য বিনীত অনুরোধ রইলো।
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231908 views