উদ্যোক্তা সংগঠনউদ্যোক্তার গল্পদেশি উদ্যোক্তা

নিজের বিজনেসের পাশাপাশি উদ্যোক্তাদের পণ্যের মার্কেটিংয়ে কাজ করে যেতে চাই : রুখসানা বৃষ্টি

3
cvr 2

আমি রুখসানা বৃষ্টি। আমার প্রতিষ্ঠান সাম্পান এবং আমার গ্রুপ ইডিএফ। আমি অনলাইনে কার্যক্রম শুরু করি ২০১৭ থেকে। যেহেতু বাবা মায়ের একমাত্র সন্তান আমি, সেহেতু আমার বাবা মার ইচ্ছা ছিলো জীবনে অনেক বড় হবো। আমারো ইচ্ছা ছিলো কিছু করার। সেভাবেই আগাচ্ছিলাম।

তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় আমার বিয়ে হয়ে যায় এবং বেবি নিয়ে নেই দ্রুতই। তো ২ বেবি নিয়ে চাকুরী করা কষ্টকর ছিলো। যদিও ৩ বছর গ্যাপ গিয়েছে তবুও কষ্ট করে মাস্টার্স কমপ্লিট করেছি।

২০১৭ সাল থেকেই টুকটাক করে অনলাইনে গ্রুপ, পেজে আমি কাজ শুরু করি। তারপর বিজনেস করি। ভালোই চলছিলো, তবুও মানুষের মন তো। মাঝে মনে হয়েছিলো, এতো কষ্ট করে পড়ালেখা করলাম, চাকরি করলাম না একটা! সেই আফসোস থেকে বিসিএস কনফিডেন্সে এ ভর্তি হই। বিভিন্ন জায়গায় জবের ট্রাই করি। আমার সবসময় মনে হতো, আমার নিজের যোগ্যতায় কিছু করবো। মামা, চাচা, খালুর জোরে কোনোদিন আগাতে চাইনি, যদিও আমার যথেষ্ট সে সুযোগ ছিলো।ftre 2 6তারপর সরকারি কয়েকটা জবে রিটেনে হলেও ভাইবা আটকে যায়। এভাবে করতে করতে একটা প্রাইভেট হাই স্কুলে টিচার হিসাবে জয়েন করি। তারপর জব শুরু করার পর বুঝলাম জব আমার জন্য না। স্বাধীনচেতা মানুষেরা এই স্বভাবের জন্যই অনেক ভালো জব ও করতে পারে না। আমার জন্য বিজনেসই পারফেক্ট।

আমি ছোটবেলা থেকেই সবার সাথে মিশতে পছন্দ করতাম। তখন থেকেই স্বপ্ন ছিলো, সবাইকে নিয়ে কিছু করার। আমি কাজ করতে গিয়ে, অনেক উদ্যোক্তাদের ঝড়ে যেতে দেখেছি। তাদের ধরে রাখা আমার একার পক্ষে কখনোই সম্ভব না। তবে আমি যতোটা পারি তাদের মানসিকভাবে শক্ত রাখার চেষ্টা করে গেছি সবসময়।

আরও পড়ুনঃ ক্লায়েন্ট সন্তুষ্টি আমাদের প্রধান অগ্রাধিকার : তাসফিয়া মান্নান

আমরা পূর্বেও ইডিএফ এর উদ্যোক্তাদের পণ্য সেল করার চেষ্টা করেছি। মাঝখানে দেশের পরিস্থিতি কাজের স্থবিরতা নিয়ে আসে। তারপরো স্বপ্ন তো হারানো যাবে না। স্বপ্ন যদি দেখতেই ভয় পাই, তাহলে স্বপ্ন পূরণ করবো কিভাবে?

আবারো চেষ্টা করছি, উদ্যোক্তাদের পণ্য সেল করার। রিজিক তো উপরওয়ালা কর্তৃক নির্ধারিত। সেহেতু রেসপন্স কেমন পাবো, বলতে পারছি না। আমার বিজনেসের পাশাপাশি গ্রুপের উদ্যোক্তাদের পণ্য আমাদের পেইজে এবং সাম্পানের ওয়েবসাইটে আমরা ইডিএফ উদ্যোক্তাদের পণ্য মার্কেটিং করবো।

এতে করে উদ্যোক্তাদের থেকে কোনো প্রকার আর্থিক লেনদেন আমরা করছি না। সবাই দোয়া করবেন, যেনো থেমে না গিয়ে নিজের বিজনেসের পাশাপাশি উদ্যোক্তাদের পাশে থেকে কাজ করে যেতে পারি।

উদ্যোক্তা জার্নাল/মাসুদুজ্জামান রাসেল

ক্লায়েন্ট সন্তুষ্টি আমাদের প্রধান অগ্রাধিকার : তাসফিয়া মান্নান

Previous article

অনলাইন বিজনেসের নিরাপত্তা ব্যবস্থাপনা : এলিন মাহবুব

Next article

You may also like