আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প

0
dnald trump 20250119222621

ওয়াশিংটনের ক্যাপিটল হিলে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথবাক্য পাঠ করলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) বাংলাদেশের সময় অনুযায়ী রাত ১১টায় মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস ট্রাম্পকে শপথবাক্য পাঠ করান।

ট্রাম্প ও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন একসঙ্গে একটি লিমোজিনে চড়ে শপথের আগে হোয়াইট হাউস থেকে ক্যাপিটল হিলে পৌঁছান। শপথ অনুষ্ঠানের পর ট্রাম্প তার উদ্বোধনী ভাষণ দেন। ভাষণের শুরুতে তিনি শপথমঞ্চে উপস্থিত সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ বুশ, বারাক ওবামা ও বাইডেনকে ধন্যবাদ জানান।

এর আগে ক্রিস্টোফার ম্যাকিওর ‘ওহ, আমেরিকা’ গানের মধ্য দিয়ে শপথের আনুষ্ঠানিকতা শুরু হয়। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিরাও। ছিলেন বিদায়ী ফার্স্ট লেডি জিল বাইডেন, সেকেন্ড জেন্টলম্যান ডগ এমহফসহ বিদায়ী প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও।

আরও পড়ুনঃ গুরুতর অসুস্থ খামেনি

এছাড়া ডোনাল্ড ট্রাম্পের সন্তানেরা—ইভানকা ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, টিফানি ট্রাম্প, এরিক ট্রাম্প ও ব্যারন ট্রাম্প উপস্থিত হন। উপস্থিত হন সুপ্রিম কোর্টের ৯ বিচারপতিও।

শপথ অনুষ্ঠানে ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরাও যোগ দেন। স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের প্রধান হিসেবে রবার্ট এফ কেনেডি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনীত প্রধান ক্রিস্টি নোম, পররাষ্ট্রমন্ত্রী পদে মনোনীত মার্কো রুবিওসহ অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে হোয়াইট হাউসের ওভাল অফিস ট্রাম্পের ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছিল শপথ অনুষ্ঠান চলাকালীন। ন্যান্সি রিগানের ডিজাইন করা একটি কার্পেট ফিরিয়ে আনা হয় সেখানে। ট্রাম্প তার প্রথম মেয়াদে এটি ব্যবহার করেছিলেন।

উজা/মাসুদুজ্জামান রাসেল

নিজের জন্য সময় বের করুন : জয়া মাহবুব

Previous article

পানিতে ডোবা প্রতিরোধে ইউনিসেফ’র সচেতনতামূলক কর্মশালা

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *