ই-কমার্সউদ্যোক্তা প্রশিক্ষণউদ্যোক্তা সংগঠন ই-কমার্স ইনোভেটরস অব বাংলাদেশ এর ফ্যামিলি ডে আউট আগামী ১১ ফেব্রুয়ারি By নিজস্ব প্রতিবেদক February 3, 20250 ShareTweet 0 ই-কমার্স সেক্টরের উদীয়মান প্ল্যাটফর্ম ‘ই-কমার্স ইনোভেটরস অব বাংলাদেশ’ আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৫ আয়োজন করতে যাচ্ছে “ফ্যামিলি ডে আউট” যা অনুষ্ঠিত হবে গাজীপুরের প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ অরণ্যবাস রিসোর্টে। এটি একটি বিশেষ দিন, যেখানে সদস্যরা তাদের পরিবারসহ একত্রিত হয়ে খোলামেলা পরিবেশে সময় কাটাতে পারবেন, সম্পর্ক তৈরি করতে পারবেন এবং নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এই আয়োজনটি শুধু একটি বিনোদনমূলক দিন নয়, এটি ই-কমার্স ইনোভেটরস অব বাংলাদেশ (ইসিআইবি) এর সদস্যদের মধ্যে সম্পর্ক স্থাপন এবং নেটওয়ার্কিংয়ের এক দারুণ সুযোগ হিসেবে কাজ করবে। তাই, এর সফল আয়োজন এবং সাফল্য অর্জনের জন্য স্পনসরদের সহায়তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইভেন্টের মূল লক্ষ্য এটি একটি বড় পরিকল্পনার অংশ, যেখানে সদস্যরা নিজেদের পরিবার নিয়ে আসতে পারবেন এবং একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ার মাধ্যমে নতুন ব্যবসায়িক সুযোগ ও সহযোগিতার সম্ভাবনাও সৃষ্টি হবে। ফ্যামিলি ডে আউট এর উদ্দেশ্য বাণিজ্যিক সম্পর্ক গড়া: পেশাগত এবং ব্যক্তিগত জীবনকে ভারসাম্যপূর্ণভাবে এগিয়ে নিয়ে যেতে সদস্যরা একে অপরের সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি করবেন। পরিবারের প্রতি দৃষ্টি: এটি শুধু কাজ নয়, পরিবার এবং সম্পর্কের গুরুত্বও তুলে ধরে। সদস্যদের পরিবারগুলো একত্রিত হয়ে আনন্দে কাটাবে সময়। নেটওয়ার্কিং: অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ই-কমার্স সেক্টরের অন্যান্য পেশাদারদের সাথে পরিচিত হওয়ার এবং একে অপরকে সহযোগিতার মাধ্যমে তাদের ব্যবসায়িক নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার সুযোগ পাবেন।স্পনসরদের জন্য সুযোগ ফ্যামিলি ডে আউট এর আয়োজনে স্পনসরদের সহায়তা ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ। এটি শুধু একটি পার্টনারশিপ নয়, বরং ‘স্পনসরদের’ জন্য ব্যাপক সুযোগ তৈরি করবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ব্র্যান্ডিং এবং মার্কেটিং: স্পনসররা তাদের ব্র্যান্ড এবং প্রোডাক্টগুলোকে একটি বিশাল সংখ্যক দর্শকদের সামনে তুলে ধরতে পারবেন। ইভেন্টের সময় স্পনসরদের লোগো, ব্যানার ও অন্যান্য প্রচারণা উপকরণ ব্যবহার করে তাদের প্রতিষ্ঠানকে অনেক বেশি পরিচিত করা সম্ভব হবে। নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন: স্পনসররা নতুন বাজার এবং ক্রেতাদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। এটি তাদের ব্যবসায়িক সম্প্রসারণে সহায়ক হতে পারে। ইভেন্টে উপস্থিতির সুযোগ: স্পনসররা ইভেন্টের বিভিন্ন সেশনে উপস্থিত থাকতে পারবেন এবং তাদের পণ্য বা সেবার প্রচারণা চালাতে পারবেন। এই ইভেন্টে থাকছে বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রম যা সবাইকে মন্ত্রমুগ্ধ করবে। তার মধ্যে অন্যতম হলো- ★ খেলাধুলা ★ র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ ★ সাংস্কৃতিক অনুষ্ঠান ই-কমার্স ইনোভেটরস অব বাংলাদেশ এর ‘ফ্যামিলি ডে আউট’ একটি বিশেষ প্ল্যাটফর্ম, যেখানে ব্যবসায়িক সম্পর্ক এবং পারিবারিক বন্ধন একত্রিত হবে। স্পনসরদের সহায়তা এর মাধ্যমে ইভেন্টটি আরও সফল এবং স্মরণীয় হবে। এটি একটি সুযোগ, যা শুধু বিনোদন নয়, ব্যবসায়িক সম্প্রসারণ এবং সম্পর্কের উন্নতি ঘটাতে সাহায্য করবে। তাই, যারা স্পনসর হতে চান বা অংশগ্রহণ করতে চান, তারা যেন দ্রুত এই সুযোগটি গ্রহণ করেন এবং একটি সফল আয়োজনে অংশ নেন। ই-কমার্স ইনোভেটর্স অব বাংলাদেশ সকলকে আমন্ত্রণ জানাচ্ছে ১১ ফেব্রুয়ারী অরণ্যবাস রিসোর্ট, গাজীপুরে অনুষ্ঠিত হতে যাওয়া ফ্যামিলি ডে আউট অনুষ্ঠানে এবং এই অসাধারণ ইভেন্টটিকে সাফল্যমণ্ডিত করতে স্পনসর আহ্বান করছে। যোগাযোগের তথ্য ই-কমার্স ইনোভেটরস অব বাংলাদেশ ধানমন্ডি-৪, ঢাকা-১২০৫ রাকিব হাসান- ০১৯৭০২৩৭১৫১ মাসুদুজ্জামান রাসেল- ০১৯১৩৩২২৫২৮ রেজিস্ট্রেশন লিংক- https://cutt.ly/Re4zKuPj সোশ্যাল মিডিয়া লিংক- https://www.facebook.com/share/g/158L9NHhjE/ উজা/মাসুদুজ্জামান রাসেল
ডিজিটাল প্ল্যাটফর্ম নারী উদ্যোক্তাদের জন্য আশীর্বাদ, কিন্তু অনলাইন হ্যারাসমেন্ট বাঁধা কেন : এলিন মাহবুব 2 hours ago0
ডিজিটাল বনাম ট্র্যাডিশনাল মার্কেটিং, উদ্যোক্তাদের জন্য কোনটা বেশি কার্যকর : এলিন মাহবুব October 8, 20251
জামদানি শিল্পের পুনর্জাগরণে নারী নেতৃত্ব : নওরীন পেলেন ‘বেস্ট এন্টারপ্রেনার অব দ্য ইয়ার’ সম্মাননা May 31, 2025215 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231908 views