খবর

জেসিআই বাংলাদেশ’র বিশেষ উদ্যোগ ‘ইফতার হোক সবার’ কর্মসূচী অনুষ্ঠিত

1
uj

রমজানের বিশেষ দিনে “ইফতার হোক সবার” এই কর্মসূচি এতিমখানা এবং মাদ্রাসায় ইফতার করাবার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।

জেসিআই বাংলাদেশ কতৃক আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ উদ্যোগ “ইফতার হোক সবার” কর্মসূচীতে জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস নবোদ্যম ফাউন্ডেশনের পথ শিশুদের মাঝে ইফতার বিতরণ করেন।

লোকাল প্রেসিডেন্ট সামিয়া রহমান এবং লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৌরভ অধিকারীর পরিচালনায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন লোকাল কমিটি চেয়ার সাদিয়া আমিন সুপ্তি, জেনারেল মেম্বার সামি মাহমুদ খান ও জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস এর সদস্যবৃন্দ।

আরও পড়ুনঃ জেসিআই বাংলাদেশ কর্তৃক আয়োজিত রমজান উপলক্ষে বিশেষ উদ্যোগ “ইফতার হোক সবার” কর্মসূচী

তারা বলেন, আমাদের উদ্দেশ্য হলো “ইফতার হোক সবার” এই কর্মসূচিটি সব মানুষদের মাঝে যেন ছড়িয়ে দিতে পারি।

পাশাপাশি তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ন্যাশনাল প্রেসিডেন্ট⁩ কাজী ফাহাদ কে, এই মহৎ উদ্যোগকে স্বীকৃতি দিয়ে সামনে থেকে নেতৃত্ব দানের জন্য।

এছাড়াও, ইভেন্টের সফল আয়োজনের জন্য ইভেন্ট এডভাইজার তাহসিন আজিম সেজান, ইভেন্ট ডিরেক্টর রাজু আহমেদ এবং মুহাম্মাদ আলতামিশ নাবিল সহ সকল সিওসি সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস।

উজা/মাসুদুজ্জামান রাসেল

দেশে সোয়া ২ কোটি শিশুকে আজ খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

Previous article

সুস্বাদু ও পুষ্টিকর সজনে ডাটার অসাধারণ ১০টি উপকারিতা

Next article

You may also like

1 Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খবর