জাতীয় সংসদের নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি By নিজস্ব প্রতিবেদক 20 hours ago0 ShareTweet 0 জাতীয় সংসদে ৩৩ শতাংশ নারী আসন নিশ্চিত এবং আসনগুলোতে সরাসরি নির্বাচনের দাবি জানিয়েছে নারীপক্ষ। আজ রবিবার (১৮ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলন এই দাবি জানানো হয়। এ সময় সংগঠনের পক্ষ থকে ‘প্রতিবাদে প্রতিরোধে নারীর পথচলা’ শীর্ষক নারী সংগঠনগুলোর সপ্তম জাতীয় সম্মেলনে ৮ দফা সুপারিশ তুলে ধরা হয়। নারীপক্ষের সভাপতি গীতা দাসের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সুপারিশমালা তুলে ধরেন নারীপক্ষের সদস্য অমিতা দে। আর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন নারীপক্ষের সদস্য কামরুন্নাহার, রাশিদা হোসেন এবং প্রকল্প পরিচালক সামিয়া আফরীন প্রমূখ। সংবাদ সম্মেলনে উত্থাপিত সুপারিশে বলা হয়, সকল ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ, নারীর স্বাধীন ও বলিষ্ঠ কণ্ঠস্বর প্রতিষ্ঠায় সংগঠিত হওয়া, আওয়াজ তোলা, যথাযথ জায়গায় দাবি উপস্থাপন এবং দেন-দরবার করতে হবে। নারী আন্দোলনের স্বতন্ত্রধারা বিনির্মাণে সর্বস্তরে সহায়ক শক্তি বৃদ্ধি ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারী আন্দোলনের জন্য সম্পদ আহরণ ও সম্ভাব্য উৎস যেমন: মানবসম্পদ, নেটওয়ার্ক, বিভিন্ন জোট, স্থানীয় সম্পদ, প্রযুক্তিগত জ্ঞান ইত্যাদি চিহ্নিতকরণে ও অর্জনে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। তৃণমূল নারী সংগঠনগুলোর নিজেদের আত্মমূল্যায়নের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে উত্তরণের পদক্ষেপ নিতে হবে। নারী আন্দোলনের ইস্যুকে রাজনৈতিক দলের এজেন্ডায় অন্তর্ভুক্ত করতে হবে। এতে আরো বলা হয়, বৈচিত্র্যের মাঝে ঐক্য প্রতিষ্ঠায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ গ্রহণ করতে হবে। বিভিন্ন অধিকার আন্দোলনের সঙ্গে কার্যকর সম্পর্ক স্থাপনের কৌশল হিসেবে বিভিন্ন উদ্যোগের, যেমন- শ্রম আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন, যৌনকর্মীদের আন্দোলনের সঙ্গে নারী আন্দোলনকে সংযুক্ত করতে হবে। আন্তঃপ্রজন্মের মধ্যে যোগসূত্রতা স্থাপনের মাধ্যমে নারী আন্দোলনের ধারাকে চলমান রাখতে হবে।
ডিজিটাল প্ল্যাটফর্ম নারী উদ্যোক্তাদের জন্য আশীর্বাদ, কিন্তু অনলাইন হ্যারাসমেন্ট বাঁধা কেন : এলিন মাহবুব
জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর পক্ষ থেকে অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ March 29, 2025200 views
এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার ব্যবহার করা যাবে না : হাইকোর্ট March 13, 2025137 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231908 views