সারাদেশ ত্রাণ দিতে যাওয়ার পথে ট্রাক দুর্ঘটনায় চবি’র ১২ শিক্ষার্থী আহত By নিজস্ব প্রতিবেদক August 29, 20240 ShareTweet 0 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ত্রাণবাহী একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে চট্টগ্রামের মিরসরাইয়ে এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে দুইজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তারা হলেন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ফাহিম আহমাদ পলাশ ও সাদমান হায়দার। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার বিষয়ে একই বিভাগের শিক্ষার্থী মো. আশিক সরকার নিশ্চিত করে বলেন, ফাহিম আহমাদ পলাশের পা ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন জায়গায় গভীর ক্ষত হয়েছে। এছাড়া আঘাতের ফলে অনেক রক্তক্ষরণ হয়েছে। আরেক শিক্ষার্থী সাদমান হায়দারেরও পা ভেঙে গেছে। দুইজনই ট্রাকের সামনের সিটে বসা ছিলেন। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আরও পড়ুনঃ কুড়িগ্রামে ২০টি গ্রাম প্লাবিত এবং ৩৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে বিভাগ থেকে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী সংগ্রহ করে ১২ থেকে ১৫ জন শিক্ষার্থী সোমবার দিবাগত রাত ৩টায় নোয়াখালীর সেনবাগের উদ্দেশ্য যাত্রা করেন। মঙ্গলবার সকালে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পৌঁছালে ট্রাকচালকের অসাবধানতায় সড়কের আরেকটি গাড়ির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। শিক্ষার্থী মো. আশিক সরকার জানা, আমরা গত তিন দিন যাবৎ বন্যাকবলিত মানুষের সাহায্য করার লক্ষ্যে বিভাগ থেকে টাকা ও ত্রাণসামগ্রী সংগ্রহ করি। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাত ৩টার দিকে ত্রাণসামগ্রী নিয়ে নোয়াখালীর উদ্দেশ্য যাত্রা করেছিলাম কিন্তু মিরসরাই এলাকায় আমরা দুর্ঘটনার শিকার হই। এ সময় আমাদের ১২ জন আহত হয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্যোক্তা জার্নাল/মাসুদুজ্জামান রাসেল
ময়মনসিংহে অনুষ্ঠিত হলো সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের ডিজিটাল নিরাপত্তা বিষয়ক কর্মশালা August 11, 20250
স্বাস্থ্যসম্মতভাবে মাংস সংরক্ষন না করায় সিলেটের দক্ষিণ সুরমার কাচ্চি ডাইনকে এক লাখ টাকা জরিমানা January 30, 2025204 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231908 views