আন্তর্জাতিকখবর

আকস্মিক সফরে ইউক্রেনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী

1
আকস্মিক সফরে ইউক্রেনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী

এক আকস্মিক সফরে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক শনিবার কিয়েভ গিয়েছেন।

এটি ইউক্রেনে তার দ্বিতীয় সফর এবং ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিগালের বার্লিন সফরের এক সপ্তাহ পরে তিনি এই সফরে আসেন। তিনি কিয়েভকে অস্ত্র সরবরাহের কথা পূর্ণব্যক্ত করেন।

এ বিষয়ে এক বিবৃতিতে বেয়ারবক বলেছেন, “আমি আজ কিয়েভ ভ্রমণ করেছি এই কারণে যে, তারা আমাদের উপর নির্ভর করতে পারে। আমরা অস্ত্র সরবরাহ এবং মানবিক ও আর্থিক সহায়তার সাথে যতদিন প্রয়োজন ততদিন ইউক্রেনের পাশে থাকবো।”

বেয়ারবক বলেন, এটা স্পষ্ট যে পুতিন ইউক্রেনের দুর্ভোগের প্রতি সহানুভূতি জানাতে ক্লান্ত হয়ে আমাদের ওপর ভরসা করছেন। তিনি মনে করেন যে তিনি আমাদের সমাজকে মিথ্যা দিয়ে বিভক্ত করতে পারবেন এবং শক্তি সরবরাহের মাধ্যমে আমাদের ব্ল্যাকমেইল করতে পারেন।’

তিনি বলেন, ‘পুতিনের এই হিসাব অবশ্যই কাজে আসবে না এবং হবেও না। কারণ সমগ্র ইউরোপ জানে যে, ইউক্রেন আমাদের শান্তি রক্ষা করছে।

ডেঙ্গুতে মৃত্যুর প্রায় অর্ধেকই কক্সবাজারে

Previous article

৩০ বছর ছদ্মবেশে থেকেও শেষ রক্ষা হলোনা

Next article

You may also like

1 Comment

  1. […] আরও পড়ুনঃ আকস্মিক সফরে ইউক্রেনে জার্মান পররাষ্… […]

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *