স্বাস্থ্য

কোভিডের সঙ্গে স্নায়ুরোগের সম্পর্ক পেলেন গবেষকরা

1
cvd

মহামারির প্রথম বছরে যারা কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন তাদের এক তৃতীয়াংশই স্নায়ুরোগে ভুগেছেন। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের করা এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘পেইন’ জার্নালে। বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে কোভিড আক্রান্তদের উপরে ৯০ দিন ধরে চালানো হয় এই গবেষণাটি।

জেরুজালেম পোস্ট এর মাধ্যমে এ খবর পাওয়া যায়। খবরে বলা হয়, কোভিড আক্রান্তদের প্রতি তিন জনে প্রায় একজনই পেরিফেরাল নিউরোপ্যাথিতে আক্রান্ত হন। এটি এমন একটি শারীরিক জটিলতা যা স্বল্প ও দীর্ঘ সময় ধরে থাকতে পারে। এর ফলে শরীরে অসাড়তা অনুভূত হয় এবং আক্রান্ত ব্যাক্তি দুর্বল হয়ে পড়ে। নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যথার সৃষ্টিও হয়।

আরো পড়ুন: বিশেষজ্ঞদের মতে বিএ.২ রুপ শিশুদের জন্য বিপজ্জনক!

এই গবেষণাটি চালানো হয় ১ হাজার ৫৫৬ জনের উপরে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষক সিমন হারুটুনিয়ান বলেন, এইচআইভি’র মতো অনেক ভাইরাসজনিত রোগের কারণে পেরিফেরাল নিউরোপ্যাথি হতে দেখা যায়। এর কারণ, ভাইরাস নার্ভকে ক্ষতিগ্রস্থ করতে পারে।

হোয়াটসঅ্যাপ একসাথে ৪টি ডিভাইসে চলবে

Previous article

নিলামে উঠছে বিশ্বের সবচেয়ে বড় সাদা হীরা

Next article

You may also like

1 Comment

  1. […] পর্যবেক্ষকরা বলেছেন, দীর্ঘ কোভিডের কারণে দীর্ঘস্থায়ী ভোগান্তি মানসিক […]

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *