জাতীয়রাজনীতিশিক্ষা

ঢাবির হল সম্মেলন অনুষ্ঠিত

0
IMG 20220130 141945
sdr

রোববার, ৩০ জানুয়ারি ২০২২:

দীর্ঘ ৫ বছর পর অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ টি হল ছাত্রলীগের সম্মেলন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত্বরে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

দীর্ঘদিন পর হলগুলোতে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ায় উৎসবের আমেজ দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত্বরে। করোনা মহামারীসহ নানা কারণে চার বছর পার হলেও নতুন নেতৃত্ব নির্বাচন করতে পারেনি সংগঠনটি। এক বছর মেয়াদি এই কমিটির মেয়াদ শেষ হয় ২০১৭ সালের ডিসেম্বরে।

অবশেষে রোববার সকালে টিএসসি চত্ত্বরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

এই সম্মেলনের মধ্য দিয়ে প্রায় ৬ বছর পর নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আবাসিক হল ইউনিট। এর মাধ্যমে হলগুলোতে দক্ষ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের দাবি জানানা শিক্ষার্থীরা। যারা নেতিবাচক কর্মকান্ডে লিপ্ত তারা যেন কোনভাবেই নেতৃত্বে আসতে না পারে সেই প্রত্যাশা শিক্ষার্থীদের।

সম্মেলনে অংশ নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, দলের দু:সময়ে সবসময় সোচ্চার ছিল ছাত্রলীগ।
যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করবে তারাই নেতৃত্বে আসবে বলেও মন্তব্য করেন নেতারা। যেকোন মূল্যে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে হবে বলেও জানান তারা।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ আবাসিক হল শাখা ছাত্রলীগের সম্মেলন হয় ২০১৬ সালে।

টিউশনের টাকায় উদ্যোগ শুরু করেন মেহেরুন্নেসা মিলি

Previous article

যুব বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *