জাতীয়রাজনীতিশিক্ষা ঢাবির হল সম্মেলন অনুষ্ঠিত By নিজস্ব প্রতিবেদক January 30, 20220 ShareTweet 0 sdr রোববার, ৩০ জানুয়ারি ২০২২: দীর্ঘ ৫ বছর পর অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ টি হল ছাত্রলীগের সম্মেলন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত্বরে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। দীর্ঘদিন পর হলগুলোতে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ায় উৎসবের আমেজ দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত্বরে। করোনা মহামারীসহ নানা কারণে চার বছর পার হলেও নতুন নেতৃত্ব নির্বাচন করতে পারেনি সংগঠনটি। এক বছর মেয়াদি এই কমিটির মেয়াদ শেষ হয় ২০১৭ সালের ডিসেম্বরে। অবশেষে রোববার সকালে টিএসসি চত্ত্বরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এই সম্মেলনের মধ্য দিয়ে প্রায় ৬ বছর পর নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আবাসিক হল ইউনিট। এর মাধ্যমে হলগুলোতে দক্ষ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের দাবি জানানা শিক্ষার্থীরা। যারা নেতিবাচক কর্মকান্ডে লিপ্ত তারা যেন কোনভাবেই নেতৃত্বে আসতে না পারে সেই প্রত্যাশা শিক্ষার্থীদের। সম্মেলনে অংশ নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, দলের দু:সময়ে সবসময় সোচ্চার ছিল ছাত্রলীগ। যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করবে তারাই নেতৃত্বে আসবে বলেও মন্তব্য করেন নেতারা। যেকোন মূল্যে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে হবে বলেও জানান তারা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ আবাসিক হল শাখা ছাত্রলীগের সম্মেলন হয় ২০১৬ সালে।
জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর পক্ষ থেকে অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ March 29, 2025196 views
এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার ব্যবহার করা যাবে না : হাইকোর্ট March 13, 2025132 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231900 views