আন্তর্জাতিকখবর

পুতিন যুদ্ধ শেষ করতে ইচ্ছুক: এরদোয়ান

1
পুতিন যুদ্ধ শেষ করতে ইচ্ছুক: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব তাড়াতাড়ি ইউক্রেনে যুদ্ধ শেষ করতে ইচ্ছুক।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, “ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক আলোচনা থেকে ধারণা হয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ শেষ করতে চান তিনি। কারণ, এ মুহূর্তে যা ঘটছে, তা অনেকটাই সমস্যা সৃষ্টি করছে বলে মনে হয়েছে।

আরও পড়ুনঃ জীবনের নিরাপত্তা চেয়ে জাতিসংঘে চিঠি শূন্যরেখার রোহিঙ্গাদের

এরদোয়ান পিবিএসকে বলেন, এসসিও সম্মেলনে পুতিনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ আলাপ হয়েছে। তা থেকে আমার ধারণা হয়েছে, পুতিন যত দ্রুত সম্ভব সবকিছুর শেষ টানতে চান।

বন্দি বিনিময়ের বিষয় উল্লেখ করে এরদোয়ান আরও বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ২০০ বন্দি বিনিময় হতে পারে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে এরদোয়ানকে ভারসাম্য বজায় রেখে মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখা গেছে। তবে তিনি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের দেওয়ার নিষেধাজ্ঞার বিরোধী।

এবার ইভ্যালির নেতৃত্বে শামীমা নাসরিন

Previous article

সাকিবকে দিয়ে আর বিজ্ঞাপন প্রচার করবে না দুদক

Next article

You may also like

1 Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *