স্বাস্থ্য

বিশেষজ্ঞদের মতে বিএ.২ রুপ শিশুদের জন্য বিপজ্জনক!

1
crba2

গোটা বিশ্ব জুড়ে করোনার দাপট ফের ঊর্ধ্বমুখী। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এর পিছনে মূলত রয়েছে বিএ.২ স্ট্রেন। তবে গবেষণায় এই স্ট্রেনের আরও একটি দিক উঠে এসেছে।

হংকংয়ে শিশুদের উপরে করা একটি পরীক্ষায় দেখা গিয়েছে, করোনা ভাইরাসের অন্যান্য স্ট্রেনের তুলনায় তো বটেই, ইনফ্লুয়েজ়া এবং প্যারাইনফ্লুয়েজ়ার চেয়েও বেশি গুরুতর সংক্রমণ ছড়াতে সক্ষম বিএ.২ স্ট্রেনটি। যদিও এই রিপোর্ট প্রাথমিক পর্যায়ের বলেই জানিয়েছেন বিশেষজ্ঞেরা।

করোনার প্রতিষেধকের চতুর্থ ডোজ দেয়ার ঘোষণা করেছে এল সালভাডর। তৃতীয় ডোজ নেয়ার ৯০ দিন পরে চতুর্থ ডোজটি নিতে হবে বলে সে দেশের প্রেসিডেন্ট জানিয়েছেন। নাগরিকদের চতুর্থ ‌ডোজ দেয়ার দিকে ঝুঁকেছে অস্ট্রেলিয়াও। একই পথে হাঁটছে জার্মানি।

 

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি ছাড়েন! টার্মিনালে কাটিয়েছেন ১৪ বছর!

Previous article

এলন মাস্ক নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে আসছেন

Next article

You may also like

1 Comment

  1. […] থেকে ৬০ জন শিশু থাকবে—এমন দিবাযত্ন কেন্দ্রের জন্য […]

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *