স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে বিএ.২ রুপ শিশুদের জন্য বিপজ্জনক! By নিজস্ব প্রতিবেদক March 29, 20221 ShareTweet 1 গোটা বিশ্ব জুড়ে করোনার দাপট ফের ঊর্ধ্বমুখী। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এর পিছনে মূলত রয়েছে বিএ.২ স্ট্রেন। তবে গবেষণায় এই স্ট্রেনের আরও একটি দিক উঠে এসেছে। হংকংয়ে শিশুদের উপরে করা একটি পরীক্ষায় দেখা গিয়েছে, করোনা ভাইরাসের অন্যান্য স্ট্রেনের তুলনায় তো বটেই, ইনফ্লুয়েজ়া এবং প্যারাইনফ্লুয়েজ়ার চেয়েও বেশি গুরুতর সংক্রমণ ছড়াতে সক্ষম বিএ.২ স্ট্রেনটি। যদিও এই রিপোর্ট প্রাথমিক পর্যায়ের বলেই জানিয়েছেন বিশেষজ্ঞেরা। করোনার প্রতিষেধকের চতুর্থ ডোজ দেয়ার ঘোষণা করেছে এল সালভাডর। তৃতীয় ডোজ নেয়ার ৯০ দিন পরে চতুর্থ ডোজটি নিতে হবে বলে সে দেশের প্রেসিডেন্ট জানিয়েছেন। নাগরিকদের চতুর্থ ডোজ দেয়ার দিকে ঝুঁকেছে অস্ট্রেলিয়াও। একই পথে হাঁটছে জার্মানি।
সুবিধা বঞ্চিত মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব দিয়ে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব February 25, 2025145 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231900 views