সারাদেশ

সরিষাবাড়ীতে নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

0
namaz

নামাজরত অবস্থায় বরকত আলী মুন্সি (৭০) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মসজিদ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা জামে মসজিদের মুয়াজ্জিন বরকত আলী মুন্সি।

আরও পড়ুনঃ ১৩ মাস পর উৎপাদন শুরু হলেও চারদিনের মাথায় ফের বন্ধ

বরকত আলী মুন্সি প্রতিদিনের মতো সোমবার মসজিদে গিয়ে এশার নামাজের আযান দেন। এরপর সুন্নত নামাজ পড়া শুরু করেন তিনি। এ সময় সেজদারত অবস্থায় মসজিদের মধ্যে লুটিয়ে পড়ে তার মৃত্যু হয়।

নিহতের নাতি হাবিব মিয়া জানান, দীর্ঘদিন ধরে পাটাবুগা জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

সোমবার রাতে এশার নামাজের আজান শেষ করে সুন্নত নামাজ পড়তে বসলে সেজদারত অবস্থায় তার মৃত্যু হয়।

উজা/মাসুদুজ্জামান রাসেল

দিনাজপুরের তরুণ উদ্যোক্তা মাসুম প্রথমবারের মতো স্ট্রবেরি চাষে সফল

Previous article

বাধা ছাড়াই মদিনার যে ৭ দর্শনীয় স্থানে ভ্রমণ করা যায়

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *